প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর কালেক্টরেট মসজিদের সামনে ছাত্র-জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আহত করায় নগরীর শাহপরাণ মিরাপাড়ার জমির মিয়ার ছেলে দিপু আহমদ বাদী হয়ে আদালতে মামলা দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে এ মামলা দাখিল করা হয়েছে। আদালতের বিচারক আবদুল মোমেন মামলাটি গ্রহণ তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য এসএমপি’র কোতোয়ালী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী মো. রাকিব আলী খান।
তিনি জানান, এ মামলায় ৮৬ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত রেখে আদালতে এজাহার দাখিল করা হয়েছে। মামলার আসামীরা হলেন, সাবেক কাউন্সিলর শাহজাহান আহমেদ (৫৫), সিলেট মহানগর প্রজন্মলীগের সভাপতি এস এম আলী হোসেন (৫২), ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাবেদ আহমেদ (৪২), খায়ের মাস্টার (৪৫), বিশ্বনাথ পালের চকের জমির আলীর ছেলে সাইদুল ইসলাম (২৭), ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিলু মিয়া (৪৫), দিরাই রাজানগর ইউপি আওয়ামী লীগ নেতা মোস্তফা মিয়া (৪৫), সাঈদ আহমদ খসরু (৪৩), আজাদ মিয়া (৪৭), মৌলভীবাজারের ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি চন্দন দাশ (৪৫), শাহপরাণ থানার টুলটিকর চামেলীবাগের মৃত তছির আহমদের ছেলে ফরিদ আহমদ (৫০),
আলামিন আহমদ (২৮), আলাক খান (৪০), আব্দুল কাদির ওরফে ডেভিট কাদির (৩২), আবু সরকার (৪০), মির্জা রাসেল (৪০), বাদল মিয়া ওরফে ঢুকাই বাদল (২৪), মুনিম আহমদ ওরফে লম্বা মুনিম (৩৮), আব্দুল্লাহ আল মামুন ওরফে ইয়াবা মামুন (২৭), কামরুজ্জামান চৌধুরী, জয়নাল আবেদিন ডায়মন্ড (৩৭), এহসানুল করিম মাবরুর (৩৮), আরজু মিয়া ওরফে ইয়াবা সম্রাট আরজু (২৭), মিন্নত আলী ওরফে টুন্ডা মিন্নত (৩৪), কাদির ওরফে সুদখোর কাদির (৩৩), আং মতিন (৪০), আক্তার মিয়া (৪৫), কামাল উদ্দিন ওরফে মেন্টাল কামাল (৪৫), চঞ্চল মিয়া ওরফে ইয়াবা চঞ্চল (৩৬), অলিউর রহমান (৪০), সুনু মিয়া (৪৫), রবিউল মিয়া (৩৫), অন্তর মিয়া ওরফে টুকাই অন্তর (২৫), শাহীন মিয়া ওরফে সিএনজি শাহীন (২৯), তোফাজ্জল আহমদ (৩৪), সাজু আহমদ (২৭), রকিব আলী (৫০), রুমন আহমদ (৩২),জিল্লুর রহমান দারা (৫০), মালেক আহমেদ (৩৮), সুহেল রানা (৩৭), লিটন আহমদ (৩৫), মোঃ হেলাল উদ্দিন (৩৬), বাহারুল ইসলাম (৩৭), সৈকত মিয়া ওরফে ছিনতাইকারী সৈকত (২৭), আব্দুস সালাম ওরফে দালাল সালাম (৫৫), রুবেল আহমদ (২৮), রুহুল আমিন (২৮), তৈয়বুর রহমান বিরাই (৪৫), শহিদ মিয়া ওরফে ভাঙ্গারী শহিদ (৫৫), মিছরা উদ্দিন (৪০), সায়েম আহমদ (২৫), বদরুজ্জামান সাগর (৩০), রঞ্জন দে (৩৫), সুন্দর আলী (৫০), রাজ্জাক মিয়া, মাহিদ আহমেদ, হিরন মিয়া ওরফে টুকাই হিরন, শাফুওয়ানুর রহমান রাহাত (২৮), ইমন হোসেন মুন্না (৩২), শওকত হাসান মানিক (৩৮), মুজিব আহমদ (৩৯), নুর ইসলাম (৩৫), বাতেন মিয়া (৪৫), আলী আহমদ (৩৫), জুনেদ জামান (২৪), মোঃ মঞ্জুর আলী (৩৮), বিয়ানীবাজারের খাসা দীঘির পাড় গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সারওয়ার হোসেন (৪৫), মৃত আব্দুল খালিকের ছেলে মোঃ কুদ্দুস মিয়া (৫০), বালাগঞ্জের চরভূতা গ্রামের জমির আলীর ছেলে মামুনুর রশিদ (৩৫), সুহেল মিয়া (৩৮), ইকবাল হোসেন (৩৮), বুরহান উদ্দিন (৫০), মনজুর আহমদ (৪৫), সুমন আহমদ (৩০), ছাত্রলীগ অস্ত্রধারী ক্যাডার সুদিপ্ত সিংহ (২৮), শাহপরাণ থানার সাদিপুরের হৃদেশ দের ছেলে হীরক রঞ্জন দে, গোলাপগঞ্জের জালাল নগরের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ সাদিক আহমদ (৩৫), এসএমপি’র মোঘলাবাজার থানার রেঙ্গা হাজিগঞ্জের ভগতিপুর বড় বাড়ির মৃত মফজ্জুল হোসাইনের ছেলে নূরুল হোসাইন (৪৮), দিপু (৩৫), সুকমল রয় রবিন (৩০), বিল্লাল হোসেন (৩৪), ফাহিদ আহমদ (১৯), আনোয়ার হোসেন (৩৫), সাহেল আহমদ (২৩), মদু মিয়া (৩৫)।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest