সিলেটের ৪টি প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

সিলেটের ৪টি প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা

7

 

7

নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

6

রবিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

4

 

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু। এসময় অভিযানের সহযোগিতা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া ও জেলার সহকারী পরিচালক জামাল হোসেন খানসহ র‌্যাব-৯ এর একটি দল।

 

জানা গেছে, রবিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সিলেট মহানগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে পাইকারি দামে কসমেটিক্স সামগ্রী ও ভোগ্যপণ্যের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমদানীকারকের কোনো তথ্য না থাকা এবং রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় চকলেটসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার মধ্যে, রেইনবো ট্রেডিং নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, পলাশ এন্টারপ্রাইজকে ৫০হাজার টাকা, রজব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং মেসার্স বাবলা এন্ড ব্রাদার্সকে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

8

 

অভিযান শেষে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।’

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6