প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু। এসময় অভিযানের সহযোগিতা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া ও জেলার সহকারী পরিচালক জামাল হোসেন খানসহ র্যাব-৯ এর একটি দল।
জানা গেছে, রবিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সিলেট মহানগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে পাইকারি দামে কসমেটিক্স সামগ্রী ও ভোগ্যপণ্যের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমদানীকারকের কোনো তথ্য না থাকা এবং রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় চকলেটসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার মধ্যে, রেইনবো ট্রেডিং নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, পলাশ এন্টারপ্রাইজকে ৫০হাজার টাকা, রজব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং মেসার্স বাবলা এন্ড ব্রাদার্সকে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest