আনসার ও ভিডিপি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নীরব অভ্যুত্থান ঘটিয়ে যাচ্ছে…..উপমহাপরিচালক জিয়াউল হাসান

প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

আনসার ও ভিডিপি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নীরব অভ্যুত্থান ঘটিয়ে যাচ্ছে…..উপমহাপরিচালক জিয়াউল হাসান

8

নিউজ ডেস্ক :: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলায় (২৭ নভেম্বর ২০২৫) তারিখে সিলেট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।

7

 

প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদেরকে সফলতার সাথে কোর্স সম্পূর্ণ করে বেকারত্বের শিকল ভেঙে আত্মকর্মসংস্থানের দ্বার উন্মোচন করায় অভিনন্দন জানান। তিনি আরও জানান যে, দক্ষতা অর্জনভিত্তিক প্রশিক্ষণ মানুষের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করে। বর্তমান মহাপরিচালকের এ ধরণের সময়োপযোগী প্রশিক্ষণ প্রনয়ণের মাধ্যমে আনসার ও ভিডিপি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নীরব অভ্যুত্থান ঘটিয়ে যাচ্ছে।

 

1

তিনি আরো বলেন, তোমরা যারা এই ৭০ দিনব্যাপী ‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং’ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করছো তারা আজ এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই প্রশিক্ষণ কেবল একটি কোর্স নয়; বরং এটি একটি আত্মনির্ভরশীল ভবিষ্যতের ভিত্তি। “বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং এমন এক ক্ষেত্র, যেখানে দক্ষতা থাকলে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

 

দক্ষতা থাকলে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এজন্য দরকার আত্মবিশ্বাস, নিয়মিত চর্চা, সময়ানুবর্তিতা এবং পেশাগত সততা। তোমরা নিজেকে শুধু একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলবে না, বরং একজন উদ্যোক্তা হিসেবে নিজেদের দক্ষতার চুড়ান্ত প্রতিফলন ঘটাবে। ডিজিটাল মার্কেটিংয়ের জ্ঞান কাজে লাগিয়ে শুধু নিজের নয়, আশপাশের মানুষদের জন্যও কর্মসংস্থান তৈরি করবে।

 

1

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীগণ তাদের প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তাদের অনুভুতি ব্যক্ত করেছেন। তারা এ ধরণের যুগোপযোগী ও কার্যকরী প্রশিক্ষণ গ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং বাহিনীর মহাপরিচালককে দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে এ ধরনের প্রযুক্তিগত এবং আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রনয়নের জন্য অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারা জানান যে, এ কোর্সের মাধ্যমে তারা SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন), SEM (সার্চ ইঞ্জিন মার্কেটিং), SMM (সোসাল মিডিয়া মার্কেটিং), Content Marketing, Email Marketing, কি-ওয়ার্ড রিসার্চ, লিড জেনারেশন ডাটা এন্ট্রি ইত্যাদি স্কিল লব্ধ করেছে।

 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট, সার্কেল এডজুটেন্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সিলেট সদর এবং NSDA রেজিস্টার্ড প্রশিক্ষক।

5

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3