প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৪
নিউজ ডেস্ক : ‘বহুল আলোচিত আয়নাঘর আমার সৃষ্টি না। গত আট দিন ধরে আমি আয়নাঘরে ছিলাম। আমি নির্দোষ।’ আজ শুক্রবার (১৬ আগস্ট) নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান এ কথা বলেন।
নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করা হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে নিউমার্কেট থানা-পুলিশ।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানির সময় জিয়াউল আহসান কিছু বলতে চান। আদালত অনুমতি দেওয়ার পরে তিনি বলেন, ‘গত ৭ আগস্ট আমাকে তুলে নেওয়া হয়। আমি আট দিন ধরে আয়নাঘরে ছিলাম। আয়নাঘর আমার সৃষ্টি না। আমি নির্দোষ।’
প্রসঙ্গত, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম ‘আয়নাঘর’। ধারণা করা হয়, এখানে কমপক্ষে ১৬টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত।
আলোচনায় রয়েছে, শেখ হাসিনার শাসন আমলে এই আয়নাঘরের সৃষ্টি। সেখানে গুম হওয়া ব্যক্তিদের আটক রাখা হতো বলে জানা যায়।
৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যাওয়ার পর আয়নাঘর নিয়ে ব্যাপক আলোচনা চলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest