অন্তর্বর্তী সরকারের সব মন্ত্রণালয়ে থাকবে শিক্ষার্থী ‘সহ-উপদেষ্টা’

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪

অন্তর্বর্তী সরকারের সব মন্ত্রণালয়ে থাকবে শিক্ষার্থী ‘সহ-উপদেষ্টা’

সৈয়দা রিজওয়ানা হাসান ও নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

 

নিউজ ডেস্ক : ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন। আজ থেকে কাজ শুরু করেছেন তারা। কাজ শুরুর প্রথম দিনই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকের পড় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নাহিদ ইসলাম। তারা জানান, সব মন্ত্রণালয়ে তদারকির জন্য আন্দোলনকারী ছাত্রদের ‘সহকারী উপদেষ্টা’ হিসেবে পদায়ন করা হবে।

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন। তবে কিভাবে, কোন কাঠামোতে সম্পৃক্ত থাকবেন, তা পরে ঠিক করা হবে।

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল; সেটি হলো ‘সহকারী উপদেষ্টা’ বা এ রকমভাবে কোনো পদায়ন করে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকির সুযোগ থাকা; সেই ব্যবস্থাটি থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন