প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় সেখানে থাকা একটি গাড়িও পুড়িয়েছে।
আজ রোববার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থাকা দুর্বৃত্তরা আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিলেটের রাজপথ আওয়ামী লীগের দখলে থাকলেও নয়াসড়ক এবং সুবহানীঘাট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের মধ্যে থাকা বিএনপি ও জামায়াত-শিবিরের ক্যাডারদের সংঘর্ষ হয়।
এসময় উভয়পক্ষে কয়েকজন আহত হয়েছেন। বিকেলের দিকে আন্দোলনকারীরা সুবহানীঘাট পুলিশ ফাঁড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এসময় কয়েকজন দুর্বৃত্ত মেন্দিবাগের সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের গেইটের ভেতরে প্রবেশ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় সেখানে থাকা একটি জিপে তারা আগুন ধরিয়ে দেয়। তাছাড়া পাশের জেলা মুক্তিযোদ্ধা সংস দ কার্যালয়ও ভাংচুর করে তারা।
এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা ৭টা) পর্যন্ত নগরীর কুমারপাড়া নাইওরপুলে ও নয়াসড়ক এলাকায় পুলিশের সাথে আন্দোলনরতদের থেমে থেমে সংঘর্ষ চলছিল।
আজকের আন্দোলনে সিলেট মহানগরীতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিভিন্ন স্থানে ৩ সাংবাদিকসহ আরও কয়েকজন আহত হয়েছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest