প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ২১, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করা বিদেশি শিক্ষার্থীদের গ্রিনকার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক পডকাস্টে এ প্রতিশ্রুতি দিয়েছেন তিতি। খবর আল-জাজিরার
পডকাস্টে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক ডিগ্রি সম্পন্নের পর দেশটিতে বসবাসরত গ্রিনকার্ড প্রত্যাশী বিদেশিদের উদ্দেশে ট্রাম্প বলেন, যা আমি করতে চাই এবং (নির্বাচিত হলে) যা আমি করব— তা হলো, যেহেতু আপনারা এ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন, আপনাদের এ ডিগ্রির অংশ হিসেবেই গ্রিনকার্ড এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আপনাদের প্রাপ্য।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে অন্তত ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং মার্কিন নাগরিককে বিয়ে করেছেন— এমন ৫ লাখ অভিবাসনপ্রত্যাশীকে নাগরিকত্ব দেবেন তিনি। এছাড়া ২১ বছরের কম বয়সি শিক্ষার্থীদেরও নাগরিকত্ব প্রদানের ঘোষণা দিয়েছেন বাইডেন।
তার এ ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে অনলাইনে এই পডকাস্ট পোস্ট করে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির।
পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, আপনি কি সেরা এবং উজ্জলতম মেধাসম্পন্ন মানুষদের যুক্তরাষ্ট্রে জড়ো করার প্রতিশ্রুতি দিচ্ছেন?
উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি এই বিদেশি শিক্ষার্থীদের জীবনের গল্প জানি। তাদের সবার ঘটনাই মোটামুটি এক। তারা এ দেশে আসেন, স্নাতক ডিগ্রি নেন এবং তারপর এ দেশে নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। একসময় তারা ব্যর্থ হন; ভারত কিংবা চীন অথবা নিজ নিজ দেশে ফেরত যান, সেসব দেশের কোম্পানিতে চাকরি নেন। তাদের অনেকেই পরবর্তী জীবনে সফল হয় এবং একসময় দেখা যায়, তাদের অধীনে কাজ করছে হাজার হাজার মানুষ। আমি চাই— এ চক্রের অবসান ঘটুক। কারণ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোতে এখন স্মার্ট লোকজনের প্রয়োজন।
ডোনাল্ড ট্রাম্প বরাবরই যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী মহলের সমর্থক। ২০১৬ সালে যখন তিনি প্রথম নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন, সে সময় তিনি অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। এমনকি অভিবাসীরা ‘যুক্তরাষ্ট্রের রক্ত দূষিত করছে’— এমন মন্তব্যও করেছিলেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest