প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশে যেন কেউ গৃহহীন-ভূমিহীন না থাকে- ‘আশ্রয়ণ প্রকল্প’র মাধ্যমে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ জুন) আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেবেন শেখ হাসিনা।
এদিন ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে সিলেট জেলার ৪ উপজেলায় ১৮৩টি ভূমি ও গৃহহীন পাবেন নিজেদের মাথা গোঁজার ঠাঁই।
রবিবার (৯ জুন) বেলা ২টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং করে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, মঙ্গলবার বেলা ১১টায় ভূমি-গৃহহীন পরিবারগুলোকে ৫ম পর্যায়ের ২য় ধাপে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ধাপে সিলেট জেলার ওসমানীনগর, বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোয়াইনঘাটে ১৮৩টি ভূমি-গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ পাকা ঘর প্রদান করা হবে। এর মধ্যে ওসমানীনগরে ১১০টি, বিশ্বনাথে ৩টি, গোয়াইনঘাটে ৪০টি ও বিয়ানীবাজারে ৩০টি।
জেলা প্রশাসক বলেন- মাননীয় প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বরে সিলেট জেলাকে “ভূমিহীন ও গৃহহীনমুক্ত” ঘোষণা করেন। ২০২২ সালের তালিকা অনুযায়ী- সিলেট জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ছিলো ৫৪৭২টি। এই ৫৪৭২টি পরিবারের মধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ে (১ম ধাপ) যথাক্রমে ৩১৩১, ১১৫, ১১৫৮, ৯৫৫ ও ১১৩টি- মোট ৫৪৭২টি ঘর প্রদান করা হয়। এবার ৫ম পর্যায়ের ২য় ধাপে এই ১৮৩টি ঘর প্রদান করা হবে।
তিনি বলেন- এবারে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার ১১৩টি গৃহের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে । এছাড়া গোয়াইনঘাট উপজেলায় ৪০টি ও বিয়ানীবাজার উপজেলায় ৩০টি দীর্ঘ দিনের পুরাতন জরাজীর্ণ সি. আই শিট ব্যরাক প্রতিস্থাপন করে সেমি-পাকা একক গৃহ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। অপরদিকে, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে ৭১টি প্রতিবন্ধী পরিবারকে একটি করে খ শ্রেণির সেমিপাকা গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest