প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪
নিউজ ডেস্ক : জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র ভিত্তিক প্রাপ্ত ফলাফলে ৭৭টি ভোটকেন্দ্রে আবারও বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী।
লোকমান উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৭৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা বিলাল আহমদ ইমরান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২১৬ ভোট। জাপা নেতা মর্তুজা আহমদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭১৩ ভোট ও জাপা নেতা আব্দুল শুক্কুর পেয়েছেন ৪ হাজার ১৯০ ভোট।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আল ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর। তিনি তাঁর চশমা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৯০ ভোট। আজমল হোসেন মাইক প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৫২, প্রবাসী ফারুক লস্কর টিউবওয়েল প্রতীকে ৯ হাজার ৪৭৩ ভোট পান।
নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ৭৭ টি কেন্দ্রের মধ্যে ৭৬টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী সুলতানা বেগম বিজয়ী হয়েছেন। তিনি ফুটবল প্রতীকে ৩০ হাজার ৯২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিলা আওয়ামী লীগ নেত্রী মাজেদা রওশন শ্যামলী ২৬ হাজার ৩২৩ ভোট পেয়েছেন। তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন ফলাফল সিট দেওয়া হয়েছে। ফলাফল ঘোষণা করবেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা।
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ছিলেন ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন। এরমধ্যে পুরুষ ৯৯ হাজার ২২৫ জন এবং নারী ৯২ হাজার ২৮৮ জন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest