প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৪
দক্ষিণ সুরমা প্রতিনিধি : গ্রামকে শহরে পরিণত করার প্রত্যয়” শপথ নিলেন সদ্য সমাপ্ত ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ১ম ধাপের নির্বাচনে নব-নির্বাচিত দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: বদরুল ইসলাম। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)। পরে পর্যাক্রমে সিলেট বিভাগের অন্যান্য উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দকে শপথ বাক্য পাঠ করান তিনি।
নব-নির্বাচিত দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: বদরুল ইসলাম অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার অঙ্গিকার গ্রামকে শহরে পরিণত করা। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তাবায়ন করতে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মি হিসেবে নির্বাচনে অংশগ্রহন করি এবং এই প্রত্যাশায় জনগণ আমাকে নির্বাচিত করেছেন। আমি সর্বস্তরের জনগণ ও জনপ্রতিনিধিকে নিয়ে দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি গ্রামকে শহরে পরিণত করব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করব। এসময় তাকে নির্বাচিত করায় দাক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest