প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৪
নিউজ ডেস্ক : জৈন্তাপুর উপজেলায় ৬ নং চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে বাকবিতন্ডার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ ম খন্ড গ্রামের আব্দুল খালিকের পুত্র শাহিন আহমেদ ফেরদৌস (৪০)), একই গ্রামের হাজী-রহমত আলীর ছেলে জবাবে আহমেদ (৩৫) ও ইকবাল আহমেদ (৪০)।
অপরপক্ষের আহতরা হলেন একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ফরিদ আহমেদ ( সাবেক মেম্বার) (৫৫) ও শফিক আহমেদ (৪০), শরিফ আহমেদের ছেলে সোয়েব আহমেদ (৩২)। আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে সিলেট নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকা বাসীর সুত্রে জানা যায় শুক্রবার (২৪ মে) বাদ জুম্মা কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পরবর্তী সময়ে মহল্লায় নতুন এক বাসিন্দা কে সমাজভুক্ত করানোর বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে সংঘাত সৃষ্টি হয়।
পরবর্তীতে দু’পক্ষের লোকজন দেশীয়অস্ত্র লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসেন রূপ নেয় সংঘর্ষে । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে স্হানীয়দের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে । উক্তো ঘটনায় দু’পক্ষেরই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্হিতি শান্ত ও ঘটনাস্হলে পুলিশ অবস্থান করছিলো।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest