প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪
নিউজ ডেস্ক : গত সপ্তাহে সিলেটে ছিলো সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত ১৬ মে বৃহস্পতিবার রেকর্ড করা ওই তাপমাত্রাকে ধরে নেয়া হয়েছিলো বছরের সর্বোচ্চ। কিন্তু মাত্র আট দিনের মাথায় গত সপ্তাহের রেকর্ড ভেঙ্গে আজ বৃহস্পতিবার (২৩ মে) সিলেটে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওইদিন বিকাল ৩টায় সিলেট আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। ফলে আজ বৃহস্পতিবারের রেকর্ড হওয়া তাপমাত্রাকেই বছরের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ধরে নেয়া হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত তাপমাত্রা আর না বাড়লে এটাই হবে সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই প্রখর রোদ আর গরমে সিলেটের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। অতিরিক্ত গরমের কারণে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। গত কয়েকদিনের গরমে সিলেটে শিশু ও বৃদ্ধরা নানা ধরণের রোগে ভোগছেন।
অপর দিকে, তাপদাহের কারণে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব আজকের নির্ধারিত দুইটি কর্মসূচির মধ্যে একটি স্থগিত করা হয়েছে। সংসদ সদস্যের একান্ত সচিব জাহেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকাল সাড়ে চারটায় দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের লামা হাজরাইয়ের একটি রাস্তা পরিদর্শনের কথা ছিলো সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের। তাপদাহের কারণে তা স্থগিত করা হয়েছে।
তবে এদিন সকাল সাড়ে দশটায় মোগলাবাজার ইউনিয়নের লামা নৈখাই-কুতুবপুর আরসিসি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest