প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২১
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। শিরোপা নিশ্চিত হওয়ার পর থেকেই পুরো ইংল্যান্ড জুড়ে চলছে উৎসব। ফুটবলের দেশে এমন উৎসব চোখ ধাঁধানোর মত। গতকাল ওভালে বিজয় প্যারেডের আয়োজন করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ট্রফি নিয়ে অধিনায়ক ইয়োইন মরগানের নেতৃত্বে চলে উদযাপন। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র আমন্ত্রণে তার বাসভবন লন্ডনের ১০নং ডাউনিং স্ট্রিটে বিশ্বকাপ ট্রফি নিয়ে যান ইংলিশ ক্রিকেটাররা।
পুরো দলকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বিশ্বকাপ নিয়ে খেলোয়াড়দের সাথে কথা বলেন তিনি। শিরোপা জয়ের জন্য প্রত্যক খেলোয়াড়কে অভিনন্দনও জানান থেরেসা মে। পরে চা পর্ব শেষে বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের নিয়ে ছবি তুলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ‘ফাইনালে অসাধরণ পারফরমেন্স করেছে পুরো ইংল্যান্ড দল। বিশ্বচ্যাম্পিয়ন হতে যা করা দরকার তাই করেছে তারা। বিচার-বুদ্ধি এবং সাহস দেখিয়েছে মরগানরা। ঘরের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের এমন অর্জন ইতিহাসে অমর হয়ে থাকবে।’
প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, ‘বিশ্বকাপ জয় ইংল্যান্ড ক্রিকেটে ভবিষ্যতের জন্য অনেক বড় অর্জন। এই জয় দেখে ইংল্যান্ডের শিশুরা ক্রিকেট খেলার জন্য আগ্রহী হবে। ভবিষ্যতে আরও অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে। আশা করি, মরগান-স্টোকসদের মত বড় মাপের ক্রিকেটার হবে এবং ভবিষ্যতে আমাদেরকে আবারো বিশ্বকাপ শিরোপা এনে দিবে।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest