বিশ্বনাথে চেয়ারম্যান পদে বিজয়ী সোহেল চৌধুরী

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪

বিশ্বনাথে চেয়ারম্যান পদে বিজয়ী সোহেল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী।

 

তিনি কাপ পিরিচ প্রতীকে নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

তিনি পেয়েছেন ১৩,৪৩৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ঘরণার গিয়াস উদ্দিন আহমদ পেয়েছেন ১২,৮৫০টি ভোট।

 

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মুহিবুর রহমান সুইট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের করিমা বেগম বিজয়ী হয়েছেন।

 

প্রবাসী অধ্যুষিত জনপদ হিসেবে পরিচিত বিশ্বনাথে এবার চেয়ারম্যান পদে রেকর্ড সংখ্যক প্রবাসী প্রার্থী অংশ নেন। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত এক নাগাড়ে বিশ্বনাথের ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট ৭৪টি কেন্দ্রে এবার ভোটাররা তাদের ভোট প্রদান করেন।

 

এবার ৬ষ্ঠ বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ প্রবাসীসহ মোট প্রার্থী ছিলেন ১০জন।

 

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ঘরনার ৬জন, বিএনপি ঘরণার ৪জন প্রার্থী ছিলেন।

 

নির্বাচনে বিজয়ী মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১৩,৪৩৪টি ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি গিয়াস উদ্দিন আহমদ ১২,৪৩৪টি ভোট পেয়েছেন।

 

অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হল দোয়াত-কলম কলম নিয়ে বিএনপি ঘরণার প্রবাসী সেবুল মিয়া ১১,৭৯৮টি , আওয়ামী লীগের আলতাব হোসেন টেলিফোন প্রতিকে ৮,৪৫৭টি ভোট ।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন