প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ৬, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট নগরী ও আশপাশের বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই শিলাবৃষ্টি শুরু হয়। এর স্থায়ীত্ব ছিলো ২ থেকে ৩ মিনিট। শিলাবৃষ্টি শুরুর সাথে সাথে নগরীর সবগুলো রাস্তাঘাট মুহুর্তেই প্রায় ফাঁকা হয়ে যায়।
জানা যায়, সোমবার সকাল থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। তবে বিকেলের দিকে থেমে থেমে আবারও বৃষ্টি শুরু হয়। বিকাল সাড়ে ৪টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি। এর স্থায়ীত্ব ছিলো ২ থেকে ৩ মিনিট। ফলে সিলেট নগরীর প্রায় সড়ক ফাঁকা দেখা যায়। সেই সঙ্গে হঠাৎ করে শিলা পড়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এদিন সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টির পরিমাণ ছিল ২.২ মিলিমিটার। সেখানে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ৫২ মিলিমিটার। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নিবাস দেবনাথ।
তিনি জানান, সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তন্মধ্যে সকাল ৬টা থেকে নয়টায় ২৮ মিলিমিটার ও সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ১০ মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত, ১১ থেকে ২২ মিলিমিটার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত, ২৩ থেকে ৪৩ মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং এর বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বৃষ্টিপাত বলা হয়।
এরআগে গত ৪ এপ্রিল ও ৩১ মার্চ সিলেটে হঠাৎ কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি হয়। ওই সময়ে শিলাখণ্ডের আঘাতে নগরীর অনেক বাসাবাড়ির জানালার কাচ ভেঙে যায়। যানবাহনেরও বেশ ক্ষয়ক্ষতি হয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest