উপজেলা নির্বাচন: সিলেটে মনোনয়নপত্র জমা দিলেন ৫৮ প্রার্থী

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

উপজেলা নির্বাচন: সিলেটে মনোনয়নপত্র জমা দিলেন ৫৮ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ৮ মে। এ ধাপে সিলেটের ৪ উপজেলায় ভোট হবে। এগুলো হচ্ছে সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা। মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে আজ সোমবার।

 

সিলেটের এই ৪ উপজেলায় মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান।

 

তিনি জানিয়েছেন, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। সিলেটের চার উপজেলায় চেয়ারম্যান পদে ২৮, ভাইস চেয়ারম্যান পদে ২০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

এরমধ্যে সিলেট জেলার সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ।

 

বিশ্বনাথে চেয়ারম্যান পদে ১১, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

 

গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।

 

দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

 

তফসিল অনুযায়ী, এই ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন