প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪
অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২ মে শুরু হচ্ছে। ওই দিন বিকাল ৫টার দিকে সংসদের বৈঠক শুরু হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহ খানেক চলতে পারে বলেও জানা গেছে। এরপর জুনে বসবে সংসদের বাজেট অধিবেশন।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পায় ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পায় ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। এক প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোট হলে আওয়ামী লীগের আসন আরেকটি বেড়ে ২২৪টিতে দাঁড়ায়।
গত ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেসন বসে যা ৫ মার্চ পর্যন্ত চলে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest