প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা মো হুছামুদ্দীন চৌধুরী এমপি বলেছেন, প্রশাসনের সব বিষয়ে আমি হস্তক্ষেপ করতে চাই না, সব বিষয়ে আমার অভারলুকিং আছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো বদনামি হয়ে আমার কাছে কোনো নালিশ যাক সেটা আমি চাই না। পুলিশের সুনাম শুনলে আমি এতটুকু খুশি হই যে রকম নিজের সন্তানের সুনাম শুনলে একজন বাবা যেমন খুশি হয়। আপনার থানা পুলিশ আমার সাথে সদ্ব্যবহার করেছে শুনলে আমি একজন এমপি হিসেবে তারচেয়েও বেশী খুশি হই। আবার আপনাদের বদনাম শুনলে আমি এতটুকু লজ্জা পাই, যে আমার লজ্জা ঢাকার কোনো জায়গা পাইনা। একই ভাবে উপজেলা প্রশাসনের কোনো অফিসারের সুনাম শুনলে আমি খুশি হই। কারন আমি চাই দুঃখী ও মজলুম মানুষের পাশে থাকতে। কখনো কোনোদিন কোনো ন্যায়কে অন্যায় বানানো এবং অন্যায়কে ন্যায় বানানোর চেষ্টা করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। ন্যায়কে ন্যায়ের মত দেখেন, অন্যায়কে অন্যায়ের মতো দেখেন। আইন তার গতিতে চলবে, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি।
সোমবার দুপুরে জকিগঞ্জ থানা প্রাঙ্গনে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে ঈদ-উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
থানা পুলিশের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা আমাদের জকিগঞ্জের মেহমান, আপনারা আইন-শৃঙ্খলা রক্ষার্থে মানে ইজ্জতে দায়িত্ব পালন করেন সেটা আমরা চাই। আপনাদের ইজ্জত দেয়া আমাদের দায়িত্ব, আর আমাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা আপনাদের দায়িত্ব। অপরাধীরা অপরাধ করে যাতে সামান্য জরিমানা দিয়ে ছাড় না পায় সে ব্যাপারে আইন সংশোধন করতে বিষয়টি সংসদে উত্থাপন করবো।
সোমবার দুপুরে জকিগঞ্জ থানা প্রাঙ্গনে মাওলানা মো হুছামুদ্দীন চৌধুরী এমপির ব্যক্তিগত পক্ষ থেকে জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে চাল, ময়দা, চিনি, সেমাই, সুজি, শাড়ী ও লুঙ্গি সহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ টিভি’র ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, ডিরেক্টর আব্দুল মুকিত সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অত্যান্ত সুশৃঙ্খল ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করায় জকিগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো হুছামুদ্দীন চৌধুরীর এমপি বলেন, আমার পক্ষ থেকে হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল গ্রাম পুলিশ ও সমাজের পিছিয়ে পড়া মাঝে চাল, ময়দা, চিনি, সেমাই, সুজি সহ ঈদ উপহার দিয়ে ঈদের খুশিটা সবাইকে নিয়ে ভাগাভাগি করে করতে চাই। আমি একজন ব্যাতিক্রম মানুষ, প্রধানমন্ত্রী আমাকে তার পক্ষ থেকে বিশেষ উপহারের দামী ৩৫০ টি শাড়ী, কিছু থ্রী পিছ ও কিছু লুঙ্গি দিয়েছেন। সেগুলো একান্তই ব্যাক্তিগত আত্মীয় স্বজন ও পরিবারের লোকদের দিতে পারতাম। কিন্তু সেগুলো থেকে কিছু দামী শাড়ী কিছু এতিম মেয়েদের বিবাহে প্রদান করেছি কিছু প্রতিবন্ধী মহিলাদের দিয়েছি এবং আপনাদের জন্যও এই উপহারের শাড়ীও নিয়ে এসেছি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest