ঈদের দিন যেমন থাকতে পারে সিলেটের আবহাওয়া

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

ঈদের দিন যেমন থাকতে পারে সিলেটের আবহাওয়া

অনলাইন ডেস্ক : চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিকে ঈদের দিন সিলেটের আবহাওয়া কেমন থাকতে পারে তা জানিয়েছে আবহাওয়া অফিস।

 

 

সোমবার (৮ এপ্রিল) সকাল থেকেই সিলেটের আকাশে ছিল মেঘের আনাগোনা। আবহাওয়া অফিস বলছে, চৈত্রের শেষ সপ্তাহে তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে পারে, তবে তা খুব বেশি স্থায়ী হবে না। ১১ বা ১২ই এপ্রিল দেশে হতে পারে ঈদ। সেদিনও থাকবে গরমের দাপট। সে হিসেবে ঈদের সময় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগামী ১০ এপ্রিল থেকে সিলেটের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সেই হিসাবে এবার ঈদের দিন (১০ বা ১১ এপ্রিল) বৃষ্টি থাকবে না, বরং ভ্যাপসা গরম থাকবে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিষয়ে সংস্থাটি জানিয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

 

এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এর ফলে পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন