সিলেটে সালিশ বৈঠক চলাকালে রিকশাচালক খুন

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪

সিলেটে সালিশ বৈঠক চলাকালে রিকশাচালক খুন

অনলাইন ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জে সালিশ বৈঠক চলাকালে ছুরিকাঘাতে মনাই মিয়া (৩৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন।

 

২ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মনাই মিয়া উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বোরহান মিয়ার ছেলে।

 

ঘটনাটির খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে নিহতের শালিকা বিয়ে দিয়েছিলেন। দেড় বছর আগে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এ বিষয়ে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ঘটনাস্থলে সালিশ বসেছিল। সালিশের এক পর্যায়ে উঠানের বাইরে এসে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে চাকু দিয়ে আঘাত করেন। পেটে চাকুর আঘাতে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন মনাই মিয়া।ছুরিকাঘাত করার পর বেলাই মিয়া পালিয়ে যায়। ঘটনাস্থলে মনাই মিয়া মারা যান। স্থানীয়রা ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কর্তব্যরত চিকিৎসক বিধান সরকার জানান, ভিকটিম আগেই মারা গেছেন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। ছুরিকাঘাতে ভিকটিমের তলপেট কেটে নাড়ি বেরিয়ে গেছে।

 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন