প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
নিউজ ডেস্কঃ ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সিরিজ ‘অর্থহীন’ বলে দাবি করলেন সে দেশের ক্রিকেট খেলোয়াড় মিচেল ম্যাকক্লেনাঘান। শনিবার এক ভক্তের টুইটের উত্তর দিতে গিয়ে তিনি জানিয়েছেন, এই সিরিজের কোনও মানে নেই। নিউজিল্যান্ড সিরিজ জিততে পারে এটা বলা স্রেফ মজা ছাড়া আর কিছুই ছিল না।
শুক্রবার রাঁচীতে দ্বিতীয় ম্যাচ তথা সিরিজ হারের পরেই টুইটারে এক ভক্ত মজা করে লিখেছিলেন, ‘নিউজিল্যান্ড সিরিজ হেরে গিয়েছে’। সেই টুইট মোটেই ভাল ভাবে নেননি ম্যাকক্লেনঘান। পাল্টা লিখেছেন, ‘সত্যিই কি ওরা হেরেছে? এটা একটা অর্থহীন সিরিজ যেখানে একটা দল বিশ্বকাপের ফাইনাল হারার ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নেমে পাঁচ দিনে তিনটে ম্যাচ খেলছে, আর একটা দল বাড়ি ফিরে ১০ দিনের বিশ্রাম নিয়ে খেলতে নেমেছে’।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০
Call : 01911120520 || Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest