সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেপ্তার ১২

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪

সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেপ্তার ১২

অনলাইন ডেস্ক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ( ১৯ মার্চ) ভোর রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৯ মার্চ মঙ্গলবার কোতয়ালী মডেল থানাধীন বেতেরবাজারস্থ মুড়ি ফ্যাক্টরির পিছনে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ১২ জুয়ারি গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের শাহপরাণ এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে বদরুল ইসলাম (৪৫), বরিশালের গৌরনদী এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে মো. জামাল হোসেন (৪৮), ঝিনাইদহ হরিনাকুন্ড এলাকার মো: নুরুল ইসলামের ছেলে মো.আব্দুর রশিদ (৩২), সিলেটের জালালাবাদ এলাকার মৃত গফুর মিয়ার ছেলে জয়নাল আবেদিন (৫৫), কিশোরগঞ্জের তাড়াইল এলাকার আসব আলীর ছেলে মো. বাবুল মিয়া(৩৫), সিলেটের শেখঘাট এলাকার আব্দুস সামাদের ছেলে কাওসার আহমেদ(৪৫), সিলেটের দক্ষিণ সুরমা এলাকার মৃৃৃৃৃৃৃৃৃৃৃত মোফাজ্জল হোসেনের ছেলে আহাদুজ্জামান(৫২), সিলেটের মিরাবাজার এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে মো. লিটন মিয়া (৪৫), সিলেটের সাহেবের বাজার এলাকার মৃত কালা মিয়ার ছেলে আলী হোসেন(৩০), পিরোজপুর নেছারাবাদ এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মো. কাইয়ুম (৫৫), সিলেটের মোগলাবাজার এলাকার মৃত হিরা মিয়ার ছেলে সিরাজ মিয়া(৪৮), হবিগঞ্জের সুলতানশি এলাকার মৃত তমিজ উল্ল্যাহর ছেলে আব্দুল হাই(৫৫)।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালি মডেল থানায় নন এফআইআর নং-১২৩, তাং-১৯/০৩/২০২৪খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, ধারা মূলে, উক্ত আসামিদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন