সিলেটে ডালে ডালে পুঞ্জিভুত আম্রমুকুল

প্রকাশিত: ৫:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৪

সিলেটে ডালে ডালে  পুঞ্জিভুত আম্রমুকুল

মো. আবু বক্কর : ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুচক্রের পালাবদলের মাধ্যমে শীতের পরেই আগমন ঘটে ঋতুরাজ বসন্তের। ফাল্গুন-চৈত্রের হাত ধরেই প্রকৃতিতে বসন্তের আবির্ভাব। প্রকৃতিতে বইছে বসন্তের বাসাত। এ মাসে প্রকৃতি তার আপন খেয়ালে রূপ বদলায়। ফাগুনে আগুনরাঙা রূপ ধরা দেয় প্রকৃতিতে। ফুল-ফলে সুভাসিত হয় চারিদিক। মধু আহরণে এ গাছ থেকে ওই গাছে ঘুরে বেড়ায় মৌমাছির দল। পাখিদের কলতানে মুখরিত হয়ে ওঠে ফুল ও ফলের গাছ।

 

সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে আম গাছগুলোতে চোখজুড়ানো মুকুল শোভা পাচ্ছে। আমের মুকুলে এখন মৌ মৌ ঘ্রাণ। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো টানছে সবাইকে। সরেজমিন দেখা গেছে, উপজেলার সর্বত্রই সোনালি হলুদ রঙের আমের মুকুলে ছেয়ে আছে। আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ প্রকৃতিকে মাতিয়ে তুলছে। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে। এমন দৃশ্যের দেখা মিলেছে দক্ষীন সুরমার প্রতিটি আম গাছে। এমন দৃশ্য যে কাউকেই কাছে টানবে।

 

বিশেষ করে সিলেটের বিভিন্ন বাগান এলাকা ও গ্রাম গঞ্জে চোখ কেড়ে নেয় ওই আমের মুকুল। আর গাছের ডালে ডালে ফুটেছে আমের মুকুল। সেই ফাগুন আসার আগেই মাঘের শেষে রং বদলাতে শুরুকরেছে সিলেটের প্রকৃতি। আগেভাগেই দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রকৃতি রাঙিয়ে তুলেছে আমের মুকুল।
শহর থেকে গ্রাম, সবখানেই অনেকটা দৃশ্যমান আমের মুকুল। গাছে আমপাতার সবুজ বিছানায় মুকুলের সোনালি রেণু যেনো ফুলশয্যা সাজিয়ে স্বাগত জানাচ্ছে ফাগুনকে।

 

ফাগুন মাসে কেবল আমের মুকুল নয়, কাঁঠাল, লিচু, কমলা, টক-মিষ্টি ফল বরইসহ নানাবিদ ফসলের দেখা মিলে গাছে গাছে। ফাগুনের আহ্বানে প্রকৃতি রাঙাতে ফোটে শিমুল ফুলও।

 

তাছাড়া, বিভিন্ন গ্রামগুলো ঘুওে দেখা যায় কিছুদিন আগের বৃষ্টির পানি পেয়ে গাছে গাছে আমের মুকুল বেড় হতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভও করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন আম প্রিয়রা।

 

সিলেট নগরীর বিভিন্ন এলাকার আমের গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। এ সিলেট নগরীতে তেমন কোনো আম গাছের বাগান না থাকলেও রাস্তার পাশে, মাঠের পাশে ও বাড়ির আঙ্গিনায়, বিভিন্ন অফিস অদালতে ভিন্ন ভিন্ন জাতের প্রচুর আম গাছ রয়েছে। ইতিমধ্যে শতভাগ গাছ মুকুলে ভরে গেছে।

 

মুকুলে ছেয়ে যাওয়া আম গাছগুলোতে বিরাজ করছে এক দৃষ্টিনন্দন দৃশ্য ও মৌ মৌ সৌরভ। অনেক গাছে মুকুল থেকে গুটি গুটি আমও দেখা যাচ্ছে। পরিবেশ অনুক‚লে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছে অনেকেই। বিভিন্ন এলাকায় আমের গাছে গাছে এসেছে মুকুল। এ যেন ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন