নিজেদের মধ্যে বিরোধ, মাইকে ঘোষণা ডাকাতি ১১ জন আটক

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪

নিজেদের মধ্যে বিরোধ, মাইকে ঘোষণা ডাকাতি ১১ জন আটক

অনলাইন ডেস্ক : বাসার মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধ চলছিলো বেশ কয়েকদিন ধরে। হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। এক পক্ষ অপর পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেড়ে ঘোলাটে হয় পরিবেশ। শুরু হয় একে অপরকে আক্রমন। এই সুযোগে মালিক পক্ষ মসজিদের মাইকে দুই দফা ঘোষানা দেওয়ায় ‌‘পাড়ায় ডাকাত’ ডুকেছে। মুর্হুতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শুরু হয় মানুষের দিকবিদিক ছোটাছুটি। এভাবেই চলে তিনঘন্টা। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আটক করে থানায় নিয়ে যায় ১১ জনকে।

 

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মহানগরের জালালাবাদ এলাকার ২২ নম্বর গলির বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ও একই বাসার ভাড়াটিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। এসময় বাসায় সামনে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে কিছু লোক মহড়া দেয়। কিছুক্ষণ পরই পাড়ার মসজিদের মাইকে দুইদফা ‘জালালাবাদ ২২ নম্বর গলিতে ডাকাতি ডুকেছে’ বলে প্রচার করা হয়। এসময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বাসা থেকে বের হয়ে আসতে শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ১১ জনকে আটক করে।

 

এ ব্যাপারে এম এ হান্নান সিলেটভিউকে বলেন, বাসায় আমার মা, স্ত্রীসহ সন্তানরা ছিলো। হঠাৎ কিছু ‘ডাকাত’ এসে দরজা ভেঙে ঘরে ডুকার চেষ্টা করে। আমি দরজা খুলে না দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে বাসায় চারপাশে হামলা চালায়। পরে আমি মসজিদের মাইকে ঘোষনা দিয়েছি।

 

এ ব্যাপারে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী সিলেটভিউকে বলেন, জালালাবাদে একটি বাসায় হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে ১১ জনকে আটক করেছি। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার পরির্দশক (তদন্ত) দেবাংশু দে। তিনি সিলেটভিউকে বলেন, বাসার মালিক ও ভাড়াটিয়ার মধ্যে ঝামেলা হয়েছিলো। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে এই ঘটনাকে মাইকে ডাকাতি বলে প্রচার করা হয়। যা সত্য নয়। বিষয়টি মেয়র মোহদয় ও স্থানীয়রা বিষয়টি সমাধান করেছেন। যাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছিলো তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন