প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের সময় আসলেই সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও বিশ্বনাথের বর্তমান মেয়র মুহিবুর রহমানের মধ্যে রাজনৈতিক দ্বন্ধের কথা স্বরণ হয়ে যায় বিএনপি নেতাকর্মীদের। তাদের অতীতের সেই দ্বন্ধে নিহত ছাত্রদল নেতা ফয়েজ আহমদ আনু আর হরমুজ আলীর কথা আজও ভুলতে পারেননি বিএনপি নেতাকর্মীরা।
এক সময় বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর প্রধান শত্রু ছিলেন বর্তমান সংসদ সদস্য সতন্ত্র প্রার্থী আলোচিত মুহিবুর রহমান। তখন বিশ্বনাথের রাজপথ সবসময় থাকতো আতংকের মধ্যে। রাজনৈতিক দ্বন্ধের কারণে এক সময় মুহিবুর রহমান ইলিয়াস আলীর নাম দেন (পিস্তল) আলী। আর এতে তাদের দ্বন্ধ আরও বেড়ে যায়। তাতে একাধিকবার উভয়ের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটে। শুধু তাই নয়, মুহিবুর রহমানের সংঘে গ্রুপিং সংঘাতে ঝরতে হয়েছে দুটি তাজা প্রাণও।
গত ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন মুহিবুর রহমান। আর তার সাথে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন বর্তমান নিখোঁঝ বিএনপি নেতা এম ইলিয়াস আলী। মূলত এই নির্বাচন থেকেই তারা জড়িয়ে পড়েন রাজনৈতিক দ্বন্ধে। ওই নির্বাচনের সময় উভয় পক্ষের সংঘর্ষে হরমুজ আলী নামের একজন ব্যাক্তি মারা যান। সংঘর্ষের পর থেকে জনপ্রিয়তা অনেকটা বেড়ে যাওয়ায় নির্বাচনে বিজয়ী হয়ে যান ইলিয়াস আলী। পরে নিজের গা বাঁচাতে ও শক্তি বাড়ানোর জন্য সখ্যতা গড়ে তুলে মুহিবুর রহমান হয়ে যান আ.লীগের ঘরানার একজন। এতে তিনি শক্তিশালি অবস্থান পেয়ে যান। ফলে ইলিয়াস আলীর সাথে একের পর এক দ্বন্ধে জরিয়ে থাকেন। এনিয়ে ২০০৬সালের ৩ডিসেম্বর সংঘর্ষের সময় তার বাসার সামনে নিহত হন দশঘর ইউনিয়ন ছাত্রদলের সভপতি ফয়েজ আহমদ আনু।
এছাড়াও ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে এম ইলিয়াস আলী গুম হওয়ার পর সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ অনেক নেতারা নিন্দা অথবা সহানোবতি জানিয়েছেন। কিন্তু গুমের পর এই মুহিবুর রহমান পিস্তল আলী বলে সংবাদ সম্মেলন করে বলেছেন ইলিয়াস আলী নিজেই গুম হয়েছেন।
এমন অভিযোগ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান বহিস্কৃত বিএনপি নেতা বশির আহমদ। এম ইলিয়াস আলীর সাথে মুহিবুর রহমানের এমন আচরনের কথা আমরা এখনো ভুলিনি। নির্বাচন আসলে এভাবেই ইলিয়াস আলীর সাথে মুহিবুর রহমানের দ্বন্ধের কথা তাদের মনে পড়ে বলে জানান।
তিনি আরও বলেন নির্বাচনের সময় আসলেই জাতীয় নির্বাচন থেকে শুরু করে সবকটি নির্বাচনেই নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নাম নিয়ে অনেকেই নির্বাচীত হন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর এম ইলিয়াস আলী, তার পরিবার অথবা পুরো বিএনপিকেই তারা ভুলে যান। কিন্তু গত পৌরসভা নির্বাচনে এই ইলিয়াস আলীর গুণকীর্তন করেই মেয়র নির্বাচীত হয়েছেন মুহিবুর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও মেয়র মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। পৌরসভার মতো এম ইলিয়াস আলীর নাম ধরে সংসদ নির্বাচনেও বৈতরনি পার হওয়ার স্বপ্ন দেখছেন। তবে বিএনপি এই নির্বাচন বর্জন করায় মুহিবুর রহমানতো দূরের কথা আশাবাদি বিএনপির কেউ ভোট দিতেও যাবেনা।
এদিকে ইলিয়াস আলীর নাম নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর বিজয়ী হওয়ার দিন শেষ বলে নেতাকর্মীদের প্রতি কঠোর হুসিয়ারি দিয়েছেন ইলিয়াস পত্নীর তাহসিনা রুশদীর লুনা। তিনি এম ইলিয়াস আলীর একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মইনুল হক কর্তৃক গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই হুসিয়ারি দেন।
তার এই প্রেস বিজ্ঞপ্তি হুবহু ধরে তুলা হলো। সম্মানিত নেতৃবৃন্দ ও বিশবনাথ ওসমানীনগরবাসী আসসালামুআলাইকুম। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ৭ই জানুয়ারী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে তা হল হাস্যকর একটি প্রহসনের নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদীদল-বিএনপিসহ অন্যান্য সমমনা দল গুলো এই ভুয়া নির্বাচন বয়কট করেছে।
নির্দলীয় নিরপেক্ষ তত্বাবদায়ক সরকারের দাবীতে একদফা আন্দোলন করে যাচ্ছে বিএনপি। ক্ষমতাসীন দল তাদের তাবেদারদের নিয়ে প্রহসন মূলক নির্বাচনের চেষ্টা করছে। সিলেট-২ আসনের সাবেক এম,পি বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলীর নাম ব্যবহার করে নির্বাচনে ফায়দা নিতে চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র কেউ বিশ্বাস করে নির্বাচনে সহযোগিতা এবং নির্বাচনে অংশ গ্রহন করবেন না।বিএনপি যেখানে নির্বাচনে অংশগ্রহন না করে বয়কট করেছে সেখানে বিএনপি নেতা কর্মীরা কোন বেঈমান মিরজাফরকে নির্বাচনে সহযোগিতা করবেন না বরং এদেরকে প্রতিহত করুন ।
বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা এক বার্তায় বলেন, অবৈধ সরকারের অবৈধ নির্বাচনী বৈতরণী পার হতে অনেক প্রার্থীরা সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী’র নাম ব্যবহার করছেন, বিভিন্ন গুনগান গাচ্ছেন, এটা আমদের দৃষ্টিগুছর হওয়ায় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একতরফা নির্বাচন বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এবং দেশের সকল পেশা- শ্রেনীর জনগন ৭ জানুয়ারীর ডামি- নিবাচন বর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, নির্বাচন ‘আসলেই- এম ইলিয়াস আলীর জনপ্রিয়তাকে পুজি করে প্রার্থীরা হীনসার্থ হাসিলের অপচেষ্টা চালান। নির্বাচনের পর আবার বিরুদ্ধে কথাবার্তা বলেন। সংশ্লিষ্ট প্রার্থীদের এসব অপকৌশন পরিহার করতে হবে। আগামী ৭ জানুয়ারী অবৈধ নির্বাচন প্রক্রিয়া চলছে সে নির্বাচনে দেশের জনগনের কোন সমর্থন থাকবেনা। অবৈধ নির্বাচনে জনগনের নেতা এম ইলিয়াস আলী সাহেবের নাম কোন প্রার্থী কোথাও যেন ব্যবহার না করে সে দিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তিনি আর ও বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীকে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহন করে কর্মসূচি সফল করতে হবে। এবং বিএনপিকে বাধাদিয়ে এদেশে কোন অবৈধ নির্বাচন হতে পারে না।
প্রতিটি নেতা কর্মীকে অবৈধ নির্বাচন প্রতিহত করতে ঐকতাবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে আরও বলেন, ইনশাল্লাহ বিজয় এদেশের আপমর জনতার হবেই। শেখ হাসিনা এবং তার অবৈধ টাকায় কেনা বিভিন্ন দলের বেঈমান মীরজাফর গুলোর প্রহসনের নির্বাচনকে বয়কট করুন, দেশ এবং জনগনকে রক্ষা করুন। সর্বশেষ তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest