বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩

বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রীমতী দিবা রানী দে ও বীণা সরকারের যৌথ সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক এডভোকেট বনানী দাস (ইভা) এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিতিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য।

 

প্রধান বক্তা হিসেবে উপস্তিতিত ছিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল। ত্রি-বার্ষিক সম্মেলন বক্তব্য রাখেন মাধুরী গুন, শংকরী শ্যাম, এডভোকেট সন্ধ্যা রানী দে, এডভোকেট পল্লী রানী দেব, এডভোকেট রুমি দেব, এডভোকেট গীতা মোদক, রীনা তালুকদারসহ প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক বীণা সরকার। পরবর্তীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের কমিটির নাম ঘোষনা করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের কমিটিতে এড বনানী দাসকে সভাপতি, বীনা সরকারকে সাধারন সম্পাদক ও দিবা রানী দে’কে সহ-সাধারন সম্পাদক করে ৬১ জনের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন