ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমল লিটারে পাঁচ টাকা

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমল লিটারে পাঁচ টাকা

অনলাইন ডেস্ক : ডিজেল আমদানি শুল্ক ও কর কমিয়ে গতকাল রবিবার প্রজ্ঞাপন দিয়েছে এনবিআর। এর ফলে দুই এক দিনের মধ্যেই ডিজেলের মূল্য সমন্বয় হতে পারে বলে আগেই জানা গেছিল।

আজ সোমবার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাতে প্রজ্ঞাপন জারি হবে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। সোমবার দিবাগত রাত ১টার পর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমবে।

নতুন সিদ্ধান্তে ডিজেল ও কেরসিনের দাম হবে লিটারে ১০৯ টাকা। পেট্রল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।

গতকাল রাতেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কালের কণ্ঠকে জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছিলেন। তিনি বলেন, ‘ডিজেলের দাম এখন কতটুকু কমানো যায়, সেই বিষয়ে হিসাব-নিকাশ করার পর বোঝা যাবে। তবে বিশ্ববাজারে আবার ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এখন দাম বেশি কমানোর সুযোগ নেই। তবে লিটারে ৫ টাকা পর্যন্ত কমতে পারে। ’

ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বাড়ায় সরকার।

এতে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রলের দাম ছিল ৮৬ টাকা।

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির পর শুল্ক কমানোর দাবি ওঠে। গতকাল রবিবার এনবিআর শুল্ক ও কর কমানোর পদক্ষেপ নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন