ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমল লিটারে পাঁচ টাকা

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমল লিটারে পাঁচ টাকা

অনলাইন ডেস্ক : ডিজেল আমদানি শুল্ক ও কর কমিয়ে গতকাল রবিবার প্রজ্ঞাপন দিয়েছে এনবিআর। এর ফলে দুই এক দিনের মধ্যেই ডিজেলের মূল্য সমন্বয় হতে পারে বলে আগেই জানা গেছিল।

আজ সোমবার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাতে প্রজ্ঞাপন জারি হবে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। সোমবার দিবাগত রাত ১টার পর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমবে।

নতুন সিদ্ধান্তে ডিজেল ও কেরসিনের দাম হবে লিটারে ১০৯ টাকা। পেট্রল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।

গতকাল রাতেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কালের কণ্ঠকে জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছিলেন। তিনি বলেন, ‘ডিজেলের দাম এখন কতটুকু কমানো যায়, সেই বিষয়ে হিসাব-নিকাশ করার পর বোঝা যাবে। তবে বিশ্ববাজারে আবার ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এখন দাম বেশি কমানোর সুযোগ নেই। তবে লিটারে ৫ টাকা পর্যন্ত কমতে পারে। ’

ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বাড়ায় সরকার।

এতে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রলের দাম ছিল ৮৬ টাকা।

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির পর শুল্ক কমানোর দাবি ওঠে। গতকাল রবিবার এনবিআর শুল্ক ও কর কমানোর পদক্ষেপ নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন