চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারে সারাদেশে উত্তেজনা, চট্টগ্রামে আইনজীবী নিহত

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারে সারাদেশে উত্তেজনা, চট্টগ্রামে আইনজীবী নিহত

4

নিউজ ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও নিরাপত্তার দাবিতে চলমান আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী—কে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারের পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা যায়, ৫ আগস্ট ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দাবিদাওয়া নিয়ে নতুন করে আন্দোলনের ডাক দেন চিন্ময় কৃষ্ণ দাস। আন্দোলনটি শান্তিপূর্ণভাবে শুরু হলেও ২৫ নভেম্বর তাঁকে “রাষ্ট্রবিরোধী কার্যকলাপের” অভিযোগে এনে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন, ২৬ নভেম্বর সকালে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তার মুক্তিরদাবীতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকরা আদালত চত্বরে জড়ো হয়ে শান্তিপূর্ণ অবস্থান নেন এবং তাঁর মুক্তির দাবিতে স্লোগান দেন। এসময় কিছু উসকানিমূলক বক্তব্য ও তর্কবিতর্কের সূত্র ধরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে । দুঃখজনকভাবে, হাতাহাতির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আহত হয়ে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি পরিকল্পিত। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকরা দাবি করেন, তাঁরা আদালতে কোনো ধরনের সহিংসতা ঘটাননি বরং তাদের উপর হামলা করা হয়। তাঁদের মতে, চিন্ময় কৃষ্ণ দাস একজন শান্তিপ্রিয় সমাজসেবক, যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সমঅধিকারের প্রশ্নে সচেতনতা গড়ে তুলেছেন।

 

 

7

 

কিন্তু এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেদিন সন্ধ্যা থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্থানীয় হিন্দুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

7

 

5

এক প্রত্যক্ষদর্শীর পরিবারের দাবি, সেদিন রাতে কিছু অচেনা ব্যক্তি এসে তার কালীপদ দাসের মেয়ের জামাই পবিত্র দাস নামে এক ব্যাক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়, এরপর থেকে তিনি নিখোঁজ। এখনো পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারটি স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও পুলিশ লিখিত অভিযোব সাধারণ ডায়েরী নেয়নি বলে অভিযোগ করে পরিবারটি।

 

6

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7