প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
নিউজ ডেস্ক : ছাতকের পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা বেগমকে উক্ত স্কুলের সভাপতি এবং সরকারদলিয় নেতা এমডি হাবিবুর রহমানের দ্বারা হয়রানি এবং জীবন নাশের হুমকির খবর পাওয়া যায়।
গত রবিবার বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে বৎসরের প্রথম দিনে বই বিতরন করতে গেলে এমডি হাবিবুর রহমান স্কুল শিক্ষিকা নাজমা বেগম কে তার অফিসে ডেকে নিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দেন বলে তার পরিবার পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়।
এই ব্যাপারে নাজমা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিবেদককে জানান, গত ৩১ ডিসেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর তার স্বামী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের বাংলা প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলামেরএকটি লেখা প্রকাশিত হয়। আর তাই স্তানিয় নেতা ও আমাদের স্কুল সভাপতি এমডি হাবিবুর রহমান ভীষণ ক্ষিপ্ত হন এবং আমাকে তার অফিসে ডেকে নেন। আমাকে অনেক গালিগালাজ করেন এবং এক পর্যায়ে খুব রেগে গিয়ে আমাকে খুব জোরে গলাধাক্কা দেন। তাতে আমি মেঝেতে পড়ে গিয়ে আহত হয়ে পড়ি।
নাজমা বেগম আরো অভিযোগ করেন এমডি হাবিবুর রহমান তাকে এই সময়ে হুমকি দিয়ে বলেন, তোমাদেরকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। এইসময় স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
কাঁন্না বিজড়িত কণ্ঠে নাজমা বেগম আরো বলেন আমরা স্বামী-স্ত্রী বাংলাদেশ জাতিয়তাবাদী দল বি এন পি’র রাজনীতির আদর্শকে লালন করি বলে আজকে সকলের সামনে আমাকে এমন জঘন্যভাবে অপমানিত হতে হলো। বর্তমানে ভয় ও আতংকের মধ্যে আমাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest