ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষ, নিহত ৫

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক : ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন । তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানে করে কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ফেনীর দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১০ জন। তাদের কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি করে বলেন, আহত ও নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি। এখনও নিহতদের কারও নাম পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের মেশিন নিয়ে পিকআপে করে ফেনীর দিকে আসছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন