প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এ কর্মরত আওয়ামী লীগ সমর্থিত কর্মচারী লীগ (সিবিএ)’র আর ৩ নেতাকে বদলি করেছে গ্যাস ফিল্ড প্রশাসন।
গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদার সই করা অফিস আদেশে কর্মচারী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিবিএ নেতা মোঃ মোতালেব ( সিনিয়র ড্রাইভার) কে গোলাপগঞ্জ এমএসটিই প্লান্ট এনজিএল এন্ড এলপিজি ডিভিশন শাখা। সাংগঠনিক সম্পাদক সিবিএ নেতা আব্দুল খালিক (উৎপাদন সুপারভাইজার) কে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড অপারেশন ডিভিশন শাখা ও সিবিএ নেতা মোঃ জহুর মিয়া সিনিয়র প্লান্ট অপারেটর কে প্রধান কার্যালয় হরিপুর গ্যাস ফিল্ড অপারেশন ডিভিশন শাখায় বদলি করা হয়েছে।
আদেশে আর বলা হয় বর্ণিত কর্মচারীগণ অফিস আদেশ জারির পরবর্তী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে ছাড়পত্রসহ বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী দিবস হতে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বেলা ১১টায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তরের ১১ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে শ্রমিকদের পক্ষ থেকে কর্মচারী লীগের সাধারণ সম্পাদক আব্দু সোবহান তার বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেন। পরে (১৭ জানুয়ারি) গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদার সই করা অফিস আদেশে আব্দুস সোবহানকে শোকজ ও (১৮ জানুয়ারি) আরেক আদেশে কর্মচারীলীগের( সিবিএ) নেতা নাজমুল ইসলাম ও মঞ্জুর হোসাইন কে বদলি করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest