সিলেট গ্যাস ফিল্ডে কর্মচারীলীগ সিবিএ’র আর ৩ নেতা বদলি

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

সিলেট গ্যাস ফিল্ডে কর্মচারীলীগ সিবিএ’র আর ৩ নেতা বদলি

8

নিউজ ডেস্ক : সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এ কর্মরত আওয়ামী লীগ সমর্থিত কর্মচারী লীগ (সিবিএ)’র আর ৩ নেতাকে বদলি করেছে গ্যাস ফিল্ড প্রশাসন।

 

8

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদার সই করা অফিস আদেশে কর্মচারী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিবিএ নেতা মোঃ মোতালেব ( সিনিয়র ড্রাইভার) কে গোলাপগঞ্জ এমএসটিই প্লান্ট এনজিএল এন্ড এলপিজি ডিভিশন শাখা। সাংগঠনিক সম্পাদক সিবিএ নেতা আব্দুল খালিক (উৎপাদন সুপারভাইজার) কে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড অপারেশন ডিভিশন শাখা ও সিবিএ নেতা মোঃ জহুর মিয়া সিনিয়র প্লান্ট অপারেটর কে প্রধান কার্যালয় হরিপুর গ্যাস ফিল্ড অপারেশন ডিভিশন শাখায় বদলি করা হয়েছে।

6

 

2

আদেশে আর বলা হয় বর্ণিত কর্মচারীগণ অফিস আদেশ জারির পরবর্তী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে ছাড়পত্রসহ বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী দিবস হতে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

 

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বেলা ১১টায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তরের ১১ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ।

 

7

অনুষ্ঠানে শ্রমিকদের পক্ষ থেকে কর্মচারী লীগের সাধারণ সম্পাদক আব্দু সোবহান তার বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেন। পরে (১৭ জানুয়ারি) গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদার সই করা অফিস আদেশে আব্দুস সোবহানকে শোকজ ও (১৮ জানুয়ারি) আরেক আদেশে কর্মচারীলীগের( সিবিএ) নেতা নাজমুল ইসলাম ও মঞ্জুর হোসাইন কে বদলি করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6