প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
বিনোদন ডেস্ক : তাকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। কখনও তার পোশাক নিয়ে বিতর্ক হয়েছে। কখনও আবার তার মন্তব্যকে ঘিরেও সৃষ্টি হয়েছে নানা বিতর্কের। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন অভিনেত্রী শার্লিন চোপড়ার।
এই অভিনেত্রীর প্রেম, ব্য়ক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলোচনা মাঝে মাঝে শোনা গিয়েছিল। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শার্লিন। মুম্বইয়ের রাস্তায় সদ্যোজাতকে কোলে নিয়ে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী।
বাচ্চা কোলে শার্লিনকে দেখে রীতিমতো অবাক সবাই। পাপারাজ্জির একাংশ তো নায়িকাকে প্রশ্নই করে ফেলল। এই বাচ্চা কার? শার্লিন যে অবিবাহিত সে কথা সকলের জানা। তাহলে তিনি কী করে মা হলেন, এমন প্রশ্নই আচমকা করে বসলেন পাপারাজ্জির একাংশ।
এর আগে বলি পাড়ার অনেক নায়িকাই মা হয়েছেন। বিবাহিত, অবিবাহিত নির্বিশেষে। এর সবচেয়ে বড় উদাহরণ হলেন সুস্মিতা সেন। তিনি বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার পরে মেয়ে রেনিকে দত্তক নেন। অবিবাহিত সুস্মিতা দুই মেয়ের মা। তাই দর্শকের ক্ষেত্রে এটা এমন কিছু বড় ব্যাপার নয়। তাই প্রশ্ন শুনেই শার্লিন সটান উত্তর দিলেন।
তিনি বলেন, “কেন বিয়ে না করলে মা হওয়া যায় না? বিবাহিত না হয়েও যে মা হওয়া যায়। এই উত্তর আমি দেব কেন?” তবে শার্লিনের কোলের বাচ্চাটি তার না অন্য কারও সে কথা অবশ্য এখনও জানা যায়নি। তা কিন্তু এখনও ধোঁয়াশাই রয়েগেছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest