বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত?

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত?

নিউজ ডেস্ক : সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে, বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইনডেক্স প্রকাশ করে।

বিবিসি জানায়, গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল ৩৭ তম। ২০২৫ সালে আরও দুই ধাপ এগিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ৩৫তম। এতে বিশ্বে ১৪৫টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়।

গ্লোবাল ফায়ারপাওয়ারের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রয় ৭ লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা ১ লাখ ৬৩ হাজার। বাংলাদেশ বিমানবাহিনীতে রয়েছে ১৭,৪০০ সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে ২৫,১০০ নৌসেনা। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটির বেশি। এর মধ্যে প্রায় ৬ কোটি ৬১ লাখ মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য।

সামরিক শক্তিতে সেরা দশে বিশ্বের যে দেশগুলো

এই তালিকার শীর্ষ দশে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, তুরস্ক এবং ইটালি।

পাকিস্তান ১২তম, ইসরায়েল ১৫তম অবস্থানে রয়েছে। এছাড়া, বাংলাদেশের এক ধাপ উপরেই রয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এই তালিকায় বাংলাদেশের পর রয়েছে নেদারল্যান্ডস এবং তার পরই রয়েছে মিয়ানমার।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন