তোপের মুখে ‘সোনার থালা’ থেকে পালালেন অপু বিশ্বাস

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

তোপের মুখে ‘সোনার থালা’ থেকে পালালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী এবং আলোচিত চিত্রনায়িকা পরীমণির পর এবার তোপের মুখে শো-রুম উদ্বোধন করতে গিয়ে কামরাঙ্গীরচর খোলামোড়া থেকে পালিয়ে এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

 

জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীচরের ‘সোনার থালা’ নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপুর। কিন্তু বাধ সাধে স্থানীয় মুসল্লিরা। বিষয়টি জানতেই সংগঠিত হয় তারা। অভিযোগ জানায় কামরাঙ্গীচর থানায়। অতঃপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁটির উদ্বোধন সম্পন্ন হয়।

 

কামরাঙ্গীরচর অপুর আগমনের খবরে তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে স্থানীয় ‘ধর্মপ্রাণ’ মানুষদের মধ্যে এ নিয়ে শুরু হয় সমালোচনা। এলাকাবাসীর বাধার কারণে স্বৈরাচার আওয়ামী লীগ সমর্থিত অপু বিশ্বাস একপর্যায়ে চাপের মুখে সোনার থালা রেস্টুরেন্ট উদ্বোধন না করেই পালিয়ে বাঁচেন।

 

কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠানটি হয়নি। কারণ স্থানীয় হুজুরেরা আপত্তি করেছিলেন। তাই অপু বিশ্বাসকে আনেনি রেস্তরাঁ কর্তৃপক্ষ।’

 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চা হচ্ছে। তবে এ ঘটনায় নীরব ভূমিকায় রয়েছেন চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী।

 

এর আগে টাঙ্গাইলের কালিহাতীতে শাকিব খানের প্রতিষ্ঠানের শো-রুম উদ্বোধনে গিয়ে হেফাজতে ইসলামসহ স্থানীয় মুসল্লিদের বাধার মুখে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন আয়োজকরা

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন