প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। ভারতের কোচবিহারের দিনহাটা উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর গায়িকাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে এসে সংগীত শিল্পী মোনালি ঠাকুর মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন, দেখা দেয় নিঃশ্বাসের সমস্যা। রাতেই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পিতা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে গিয়েছিলেন মোনালি ঠাকুর।
দিনহাটা উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোনালি ঠাকুরের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।
বর্তমানে মোনালি ঠাকুরের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখা হয়েছে। এ ঘটনার পর উৎসবে উপস্থিত দর্শকরা এবং তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest