মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর, হাসপাতালে ভর্তি

6

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। ভারতের কোচবিহারের দিনহাটা উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর গায়িকাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

1

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে এসে সংগীত শিল্পী মোনালি ঠাকুর মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন, দেখা দেয় নিঃশ্বাসের সমস্যা। রাতেই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

3

 

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পিতা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে গিয়েছিলেন মোনালি ঠাকুর।

 

4

দিনহাটা উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোনালি ঠাকুরের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।

 

বর্তমানে মোনালি ঠাকুরের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখা হয়েছে। এ ঘটনার পর উৎসবে উপস্থিত দর্শকরা এবং তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

3

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8