প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্ক : মডেল মান্দানা করিমি ছিলেন একজন ইরানি অভিনেত্রী। তবে বলিউডের সিনেমা ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি চর্চায় আসেন। এর আগে বিগ বসে অংশগ্রহণ করে লাইমলাইটে উঠে আসেন তিনি। অভিনয় ছেড়ে তিনি মন দিয়েছেন ইন্টেরিয়ার ডিজাইনিং এবং শিক্ষকতা পেশায়।

সম্প্রতি ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনই পছন্দ করিনি, এই শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত বা পাগল ছিলাম।’

‘এখনও আমার কাস্টিং ডিরেক্টর বন্ধুরা আমাকে অডিশনের জন্য ডাকে এবং আমাকে বলতে হবে যে আমার এত সময় নেই। আমার প্রকল্প, ইভেন্ট এবং আমার স্কুল রয়েছে যার উপর আমি বর্তমানে ফোকাস করছি।’

এর আগে কঙ্গনা রনৌতের শো লক আপের মঞ্চে মান্দনা জানিয়েছিলেন, স্বামী গৌরব গুপ্তার সঙ্গে বিচ্ছেদের পর খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই এক বলিউড পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ান। সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মান্দনা। নায়িকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বেঁকে বসে পরিচালক প্রেমিক। তবে সেই পরিচালকের নাম মুখে আনেননি মান্দানা।

তিনি বলেন, ‘ওই পরিচালক আমাকে বলেন, ফের বাবা হওয়ার জন্য আমি তৈরি নই। তুমি ৩৩ বছর বয়সে এত জলদি গর্ভবতী হয়ে যাবে বুঝতে পারিনি। তখন নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমার নিজের বাড়ি বলেও কিছু ছিল না। তখন গৌরবের সঙ্গে আইনি বিচ্ছেদও হয়নি। প্রেমিক সন্তানকে মেনে নিতে রাজি ছিল না আমার আর কোনও উপায় ছিল না।






অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest