প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্ক : ‘ইত্যাদি’ অনুষ্ঠানের সম্প্রতি ঠাকুরগাঁওয়ে আয়োজিত পর্ব নিয়ে বিভিন্ন অপপ্রচার ও গুজবের জবাব দিয়েছেন অনুষ্ঠানটির উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং অপপ্রচারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়িতে ‘ইত্যাদি’র শুটিং চলাকালে দর্শকদের ভিড়ের কারণে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রায় ৬ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হলেও লক্ষাধিক মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হন। এতে চেয়ার ছোড়াছুড়ি ও হুলস্থুলের ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কিছু মিডিয়া এটিকে মারামারি ও ভাঙচুর হিসেবে উপস্থাপন করে, যা হানিফ সংকেত প্রত্যাখ্যান করেন।
হানিফ সংকেত তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, অনুষ্ঠানে কোনো মারামারি বা ভাঙচুর হয়নি। দর্শকদের ভালোবাসা ও আগ্রহের কারণেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, “ইত্যাদির প্রতি দর্শকদের ভালোবাসা, আর এই ভালোবাসার কারণেই তারা ইত্যাদির ধারণ দেখার জন্য সবাই উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু স্থানাভাবে দাঁড়াতেও পারছিলেন না। তাই চেয়ার সরিয়ে দাঁড়াবার স্থান করছিলেন। আর সে কারণেই এই চেয়ার ছোড়াছুড়ি।” তিনি আরও যোগ করেন যে, কিছু মানুষ এই ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে এবং রাজনৈতিক রঙ লাগিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অনুষ্ঠান কিছু সময়ের জন্য স্থগিত করা হয়। হানিফ সংকেত জানান, তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত হলে আবার অনুষ্ঠান শুরু করেন। তিনি দর্শকদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন যে, শেষ পর্যন্ত অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
হানিফ সংকেত অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি বলেন, “কিছু ‘মতলববাজ’ ব্যক্তি নিরাপদ দূরত্বে থেকে নানান পোস্ট দিয়ে নিজের মতলব হাসিলের চেষ্টা করছেন।” তিনি আরও উল্লেখ করেন যে, ‘ইত্যাদি’ সবসময়ই রাজনীতিমুক্ত একটি অনুষ্ঠান এবং কোনো অপপ্রচারই দর্শকদের সঙ্গে এর ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারবে না।
হানিফ সংকেতের মতে, এই ঘটনা ‘ইত্যাদি’র প্রতি দর্শকদের অকুণ্ঠ ভালোবাসারই প্রতিফলন। তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দর্শকদের ভালোবাসায় ধন্য হয়েই ইত্যাদি এ বছর পদার্পণ করেছে তার ৩৭তম বছরে।” এই ঘটনা সত্ত্বেও তিনি অনুষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী।
এই ঘটনা ‘ইত্যাদি’র দীর্ঘ ইতিহাসে একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র, যা দর্শকদের ভালোবাসা ও আগ্রহেরই প্রতিফলন। হানিফ সংকেতের স্পষ্ট ও যুক্তিপূর্ণ জবাব অপপ্রচারের জবাব দেওয়ার পাশাপাশি দর্শকদের সঙ্গে অনুষ্ঠানের গভীর বন্ধনকেও তুলে ধরে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest