প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২
অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ে তিন বিভাগের ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আগামীকাল বৃহস্পতিবারের (২৭ অক্টোবর) মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।
আজ বুধবার মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং) অধ্যাপক মো. আমির হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অপিস আদেশে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য গুগল ফর্মের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবারের (২৭ অক্টোবর) মধ্যে পাঠাতে হবে। সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিচালকদের সরকারি ও বেসরকারি কলেজের তথ্য এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমিক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest