টলি নায়িকাদের ডাক নাম শুনলে চমকে যাবেন!

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

টলি নায়িকাদের ডাক নাম শুনলে চমকে যাবেন!

1

বিনোদন ডেস্ক : কোন নির্দিষ্ট নামের ব্যক্তিকে মূল নাম ব্যতীত অন্য কোন পৃথক নামে ডাকাই হচ্ছে ডাকনাম। মানুষের ক্ষেত্রে ডাকনাম দু‍‍`ভাবে দেওয়া হয়ে থাকে। প্রথম ক্ষেত্রে বাবা-মা বা কোন আত্মীয় স্বজন ডাকনাম দিয়ে থাকেন, যে নামে তাকে পরিবার ও বন্ধু মহলে ডাকা হয়ে থাকে।

 

আর কিছু ডাকনাম মানুষ নিজের কর্মকাণ্ডের কারণে অর্জন করে। এই নাম সংক্ষিপ্ত রূপই বেশি হয়। কখনও ব্যঙ্গার্থক ডাকনাম দেওয়া হয়। আবার ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বা মিডিয়ার কল্যাণে এই ডাকনাম জনপ্রিয় হয়ে ওঠে।

 

এদিকে, টালিগঞ্জে তাঁরা প্রত্যেকেই সফল তারকা। কারও সৌন্দর্যে মুগ্ধ দর্শক। আবার কারও অভিনয় মন ছুঁয়ে যায়। ক্যামেরার সামনে দেখতে নায়িকাদের যতই গ্ল্যামরস লাগুক না কেন, বাড়িতে তাঁরা আর পাঁচজন মতোই সাধারণ।

 

3

পোশাকি নামে ইন্ডাস্ট্রিতে তাঁরা পরিচিত হলেও তাঁদের বাড়ির নাম শুনলে আপনিও খানিকটা অবাক হবেন।

 

পাওলি দাম

 

পাওলি দামের ডাক নাম শুনলে অবাক হয়ে যাবেন। তাঁকে প্রিয়জনেরা পাও বলে ডাকেন।

 

পায়েল সরকার

অভিনেত্রী পায়েল সরকারের ডাক নাম পিউ। মা-বাবা তাঁকে বাড়িতে এই নামেই ডাকেন।

 

রাইমা সেন

5

অভিনেত্রীর রাইমা সেনেরও অনেক ডাক নাম রয়েছে। আদর করে তাঁর মা মুনমুন সেন ডাকেন ডলু নামে। অনেকে তাঁকে ডল বলেও সম্বোধন করেন।

6

 

7

 

স্বস্তিকা মুখোপাধ্যায়

স্বস্তিকা মুখোপাধ্যায়ের ডাক নাম ভেবলি। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে এই নামেই ডাকেন।

 

ঋতুপর্ণা সেনগুপ্ত

টলিপাড়ায় অনেক চুমকি রয়েছেন। তবে এই নায়িকার নামও যে তাই সে কথা কেউ জানতেন না। তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর ডাক নাম চুমকি।

 

শুভশ্রী

ইয়ালিনি এবং ইউভানের মা শুভশ্রী। তাঁকে কেউ পুটাই বলে ডাকছে ভাবা যায় কি? কিন্তু এটাই সত্যি। কারণ নায়িকার বাড়ির নাম পুটাই।

 

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ডাক নাম গিন্টু। জন্মের পর তাঁকে নাকি দেখতে ছিল পুতুলের মতো। তাই এই নাম দিয়েছিলেন

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8