প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগী পদপিষ্ট হয়ে মারা গেছেন। এতে অভিনেতার নামে মামলা হয়েছে। তাকে এক রাত জেলেও থাকতে হয়েছে। এবার (২২ ডিসেম্বর) ‘উই ওয়ান্ট জাস্টিস’(আমরা বিচার চাই) স্লোগানে আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ করেছে জনতা।
বিক্ষোভকারীরা শুধু হাতে প্ল্যাকার্ড নিয়ে জুবিলি হিলসের বাড়ির সামনে বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন স্লোগান দিয়েই শেষ হয়নি। বিক্ষুব্ধ জনতা আল্লুর বাড়িতে পাথর নিক্ষেপ করে হামলা চালিয়েছে।
দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনের সেই ভয়ানক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করছে। কেউ বাড়ির দেওয়ালের উপর উঠে বাড়ির ভিতরে ঢিল ছুঁড়ছেন। এ ঘটনা প্রকাশ্যে আসার মাত্র ১ ঘণ্টা আগেই আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছিলেন।
এক বিবৃতিতে আল্লু জানিয়েছেন, ‘সব অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দপ্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত বলে দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এরকম কোনো কাণ্ড ঘটালে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব।’
সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী অনুরাগীর মৃত্যুর ঘটনা নিয়ে ২২ ডিসেম্বর উত্তপ্ত হয়েছিল তেলেঙ্গানার বিধানসভা। নাম না নিয়ে সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের সংসদ সদস্য আকবর উদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেন, পদপিষ্ট নারীর মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, ‘এবার সিনেমা হিট।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest