প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
বিনোদন ডেস্ক : পর্দায় নানান চরিত্রে অভিনয় করলেও ‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজ দিয়ে পরিচিতি পান আমেরিকান অভিনেত্রী সিডনি সুইনি। বিশেষ করে ‘ইউফোরিয়া’ সিরিজে অভিনেত্রীর নগ্ন দৃশ্য নিয়ে চর্চার যেন কোনো শেষ নেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিডনি।

সম্প্রতি হলিউড গণমাধ্যম ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে কথা বলেন অভিনেত্রী। যত আলোচনা-সমালোচনাই হোক না কেন, নগ্ন দৃশ্যে অভিনয় বন্ধ করবেন না তিনি।
পর্দায় নগ্ন দৃশ্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে সিডনি বলেন, এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। আলোচনা-সমালোচনা যাই হোক, চরিত্রের প্রয়োজনে পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করা বন্ধ করব না।

অভিনেত্রী আরও বলেন, যত ভালোই অভিনয় করি না কেন, মানুষ কেবল আমার শরীর নিয়েই কথা বলে। এ জন্য কৈশোর থেকেই চেষ্টা করেছি এমন কিছু করতে, যাতে মানুষ আমার কাজ নিয়েই কেবল কথা বলে। আমি স্কুলে যত বেশি সম্ভব খেলায় অংশ নিতাম, পড়াশোনায় মনোযোগ দিতাম, যাতে মানুষ আমাকে শরীরসর্বস্ব ভাবতে না পারে।
গেল বছর একটি বিব্রতকর ঘটনা ঘটে সিডনির জীবনে। তার অভিনীত বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্যের স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারের সদস্যদের ট্যাগ করেন অনেকে। যা নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, সামনে বেশ কয়েকটি টিভি সিরিজ ও সিনেমায় দেখা যাবে সিডনিকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest