প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
বিনোদন ডেস্ক : মেক্সিকো সিটির অ্যারেনা সিডিএমএক্স-এ অনুষ্ঠিত ৭৩তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রথমবারের মতো ডেনমার্কের কোনো প্রতিযোগী মিস ইউনিভার্সের শিরোপা অর্জন করলেন। তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ভিক্টোরিয়া। এ বছর এই সুন্দর প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিয়েছিল বেলারুশ, ইরিত্রিয়া, গিনি, ম্যাকাও, মালদ্বীপ, মলডোভা এবং উজবেকিস্তান। এই আয়োজনে বিভিন্ন ধাপে অংশ নিয়ে নিজেকে প্রমাণ করতে হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত পর্বে পাঁচ প্রতিযোগীকে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। কেউ যদি আপনাকে বিচার না করে, তবে কীভাবে বাঁচবেন? এই প্রশ্নে ভিক্টোরিয়া উত্তর দেন, আমি প্রতিদিনের মতোই বাঁচব।
দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি।
প্রতিযোগিতায় নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা প্রথম রানারআপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। থাইল্যান্ডের সুচাতা চুয়াংস্রি এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ পেদ্রোজা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন। পেদ্রোজা, ২৮ বছর বয়সী একজন মা, প্রতিযোগিতার সাম্প্রতিক নিয়ম পরিবর্তনের পর শীর্ষ পাঁচে স্থান পেয়ে ইতিহাস সৃষ্টি করেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ২৮ বছরের বেশি বয়সী নারীদের অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest