মিঠুনকে যে কারণে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

মিঠুনকে যে কারণে প্রাণনাশের হুমকি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান ও শাহরুখ খানের পর এবার পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি পেলেন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। লাগামহীন মন্তব্য়ের জেরেই অভিনেতার একসময়ের ফ্য়ান দিলেন হুমকি। এবার প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন পাকিস্তানের ডন শাহজাদ ভাট্টি।

 

সরাসরি তিনি জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সদ্য দাদাসাহেব ফালকে জয়ী অভিনেতাকে, তা না হলে ফল ভুগতে হবে। দুবাই থেকে দুটি ভিডিও প্রকাশ করেছেন ভাট্টি। ভিডিওতে বাঙালির প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে অকথ্য ভাষায় গালাগাল করতে দেখা গেছে।

 

কিন্তু কেন মিঠুনের ওপর চটেছেন পাক ডন? মিঠুনের মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে দাবি শাহজাদ ভাট্টির। তারই প্রতিশোধ নিতে এ প্রাণনাশের হুমকি দিয়েছেন তিনি।

 

গত ২৭ অক্টোবর কলকাতার জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে হুঙ্কার দিয়েছিলেন মিঠুন। মিঠুন নাম না করে বলেছিলেন—একজন নেতা বলেছিলেন, এখানকার (বাংলার) জনসংখ্যার ৭০ শতাংশই মুসলিম। ৩০ শতাংশ হিন্দু, ভাগীরথীতে হিন্দুদের কেটে ভাসিয়ে দেব। ভেবেছিলাম— মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন, বলেননি।’ কিন্তু আমি বলছি— তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব।

 

পাক গ্যাংস্টার ওই ভিডিওবার্তায় বলেন, ‘এই ভিডিওটি মিঠুন চক্রবর্তীর জন্য। কিছু দিন আগে তিনি বলেছিলেন— মুসলিমদের মাটিতে কবর দেবেন। মিঠুন সাহেব, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে ১০-১৫ দিনের মধ্যে এই ফালতু কাজের জন্য ক্ষমা চেয়ে নিন, অন্যথায় আপনি এর জন্য অনুতপ্ত হবেন।’ ভাট্টি আরও বলেন, ‘আপনার ভক্তরাও মুসলিম। মুসলমানরা আপনাকে সম্মান দিয়েছে এবং আপনি তাদের হৃদয়ে আঘাত করেছেন। আমরাও আপনার ফ্লপ সিনেমা দেখতে যেতাম। আজ আপনি যা কিছু হয়েছেন, তা ভক্তদের কারণেই। যে বয়সে আছেন সে বয়সে পাগলামি করা উচিত নয়, পরে আফসোস করবেন।’ ডন হুমকির সুরে বলেন, ‘এটা সিনেমা নয়, বাস্তবজীবন। মঞ্চে উঠে আপনি ভিলেন হয়ে যাচ্ছেন।

 

উসকানিমূলক বক্তব্য়ের জেরে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ইতোমধ্য়ে দুটি এফআইআর করা হয়েছে। একটি এফআইআর হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়, দ্বিতীয় এফআইআর দায়ের হয়েছে বউবাজার থানায়।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন