প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪
বিনোদন ডেস্ক : ‘বার্বি’ দিয়ে ক্যারিয়ারের সেরা ব্যবসা সফল সিনেমার দেখা পেয়েছেন অভিনেত্রী মারগট রবি। এবার তিনি কাজ করতে যাচ্ছেন ‘উদারিং হাইটস’ ছবিতে। এই ছবি মুক্তির আগেই আয়ের বড় সম্ভাবনা জাগিয়েছে। এটি কিনে নিতে নেটফ্লিক্স ১৫০ মিলিয়ন ডলার প্রস্তাব করেছে।
তবে মারগটরা ওয়ার্নার ব্রোসকে বেছে নিয়েছেন। ‘উদারিং হাইটস’ নেটফ্লিক্সকে না দিয়ে ওয়ার্নার ব্রুসকে বেছে নেয়ার মধ্য দিয়ে তারা যেন এটাই প্রমাণ করতে চাইলেন, টাকা থাকলেই সবসময় সবকিছু হয় না। কিছু বিষয় অমূল্য বা অর্থের মানদন্ডের বাইরে।
মারল্ড ফেনেল পরিচালিত এই চলচ্চিত্রে মারগট রবি ও জ্যাকব এলর্ডি মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। শুটিং শুরু হওয়ার আগেই ছবিটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
ওয়ার্নার ব্রোস-কে বেছে নেওয়ার সিদ্ধান্ত মারগট রবির ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় এবং এটি প্রযোজক হিসেবে তার সুদৃড় অবস্থানকে আরও স্পষ্ট করে তুলছে। ফেনেলের সঙ্গে প্রযোজক হিসেবে কাজ করা রবি ওয়ার্নার ব্রোস-কে বেছে নিয়েছেন। কারণ স্টুডিওটি একটি ব্যাপক থিয়েট্রিক্যাল রিলিজ এবং পূর্ণাঙ্গ বিপণন প্রচারণার প্রতিশ্রুতি দিয়েছে।
এটি নেটফ্লিক্সের সরাসরি স্ট্রিমিং রিলিজের থেকে সম্পূর্ণ আলাদা। রবি বিশেষভাবে ওয়ার্নার ব্রোসের থিয়েট্রিক্যাল অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট হয়েছেন। তাছাড়া তিনি মনে করছেন ওয়ার্নার ব্রুসের হাত ধরে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দিতে পারাটা অনেক সম্মানের। যা তার সিনেমার গুরুত্ব আরও বাড়িয়ে দেবে।
অনলাইন স্ট্রিমিং বনাম ট্র্যাডিশনাল স্টুডিওদের ভবিষ্যত কী হবে- এমন একটি আলোচনা প্রায়ই হয়ে থাকে। তবে প্রায় সময় কিছু উদাহরণ চলে আসে যেটি প্রমাণ করে দেয় যতোই সুবিধা ও অর্থনৈতিক লাভের হোক, অনেকে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেয়াটাকে আভিজাত্যের মনে করেন। মারগটও যেন সেটাই বুঝিয়ে দিলেন।
নেটফ্লিক্সও এত মোটা অংকের প্রস্তাব দিয়ে ছবিটির মালিকানা না পেয়ে হতাশ হয়েছে। অ্যামাজন প্রাইমও এসেছিল প্রস্তাব নিয়ে। তবে দিনশেষে জিতে গেল ওয়ার্নার ব্রোস।
‘উদারিং হাইটস’ ছবিটির শুটিং ২০২৫ সালের প্রথমদিকে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও এই সময়ের মধ্যে জ্যাকব এলর্ডির জন্য কিছু শিডিউল সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ তিনি একই সময়ে ইউফোরিয়া সিজন ৩-এর শুটিংয়ে ব্যস্ত থাকবেন।
তবে রবি জানান, ক্লাসিক এই উপন্যাসটির বড় পর্দায় রূপান্তরিত হওয়ার উত্তেজনা তাকে বেশি আকৃষ্ট করছে। তিনি এই সিনেমিার শুটিং শুরু করতে প্রস্তুত।
এদিকে ‘উদারিং হাইটস’ ছবিটির জন্য এখন সবার নজর মারগট রবির দিকে। কারণ এই সিনেমা দিয়ে অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজক হিসেবে হাজির হবেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest