জীবনে বহুবার নিজের মৃত্যুর খবর শুনেছেন কাজল

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

জীবনে বহুবার নিজের মৃত্যুর খবর শুনেছেন কাজল

6

বিনোদন ডেস্ক : তারকাদের ব্যক্তিগত জীবন-যাপন আর গুঞ্জন নিয়ে নানা ধরনের খবর চাউর হয় গণমাধ্যমে। সেসব খবরের বেশীরভাগই তারা জানেনও না। কিন্তু এমন কিছু সংবাদ আছে যা তারা না জানলেও ব্যথিত করে তাদের পরিবার ও ভক্তদের। তেমনই একটি ভয়ংকর মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়েছিল বলিউড অভিনেত্রী কাজলের ক্ষেত্রে। তার মাকে অপরিচিত এক ব্যক্তি মোবাইল ফোন করে জানায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

বলিউড অভিনেত্রী কাজল

বলিউড হাঙ্গামা জানাচ্ছে, বিষয়টি নিয়ে সে সময় ভারতীয় গণমাধ্যমে নিউজও হয়। ভয়ংকর এ মিথ্যা অভিযোগ নিয়ে সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রী জানান তার মৃত্যু সংবাদের কথা। জানান, এমন সংবাদের কারণে তার পরিবারের কী ধরনের মানসিক অবস্থা হয়েছিল।

2

বলিউড অভিনেত্রী কাজল

7

কাজল বলেন, ‘গত কয়েক বছরে একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছি। তবে একবার বিষয়টা হাতের বাইরে চলে যায়। প্রায় ১০ বছর আগের কথা, একবার মায়ের কাছে ফোন আসে বিমান দুর্ঘটনায় না কি মারা গেছি। ওই সময় নেটদুনিয়া সচল ছিল না। তাই আমি ফোন করা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল মাকে। খবরটি শুনে তখন খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল মায়ের।’

দক্ষিণী ছবি ছাড়াও বলিউডেও বেশ জনপ্রিয় কাজল। অভিনয়ের পাশাপাশি ব্যবসাটাও তিনি করেন মন দিয়েই। ‘মার্সালা’ নামে তাঁর গয়নার বুটিক রয়েছে।

চলতি বছরের আগস্টে পঞ্চাশ বছরে পা দিয়েছেন কাজল। মেয়ে নাইসা, ছেলে যুগ বড় হয়ে গেছে অনেকটাই। ছেলে-মেয়ে হওয়ার পর মাঝে একটা সময় বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছর ধরে পুরোদমে কাজ শুরু করেছেন তিনি। তার অভিনীত সবশেষ ওয়েব ফিল্মের নাম ‘দো পাত্তি’। এটি পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী।

সিংঘম এবং স্পেশাল ২৬-এর মতো হিট বলিউড ফিল্মে তাঁকে দেখা গিয়েছে। স্পেশাল ২৬-এ অক্ষয় কুমারের নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি।

 

২০০৪-এ বিবেক ওবেরয়-ঐশ্বর্য অভিনীত ‘কিউঁ হো গ্যায়া না’  ছবিতে তিনি কাজ করেছেন। তাঁকে দেখা গিয়েছে রণদীপ হুডার সঙ্গে ‘দো লবজোঁ কি কাহানি’  ছবিতে। কাজল অগ্রবালের ‘লিপ-লক’ ভিডিয়ো এক সময় ভাইরাল হয়।

 

6

সম্প্রতি অ্যাকশন ড্রামা কাভাচামে তাঁর নায়ক শ্রীনিবাস বেল্লামকোন্ডার সঙ্গে ঘনিষ্ঠ ফটোশুটটিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

1

 

কাজল সম্প্রতি জানিয়েছেন, তাঁর বিয়ে হওয়ার কথা ছিল ২০১৮ সালেই। কিন্তু কেন বিয়ে করতে পারলেন না তিনি?

 

বলিউড অভিনেত্রী কাজল

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4