প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
বিনোদন ডেস্ক : বিশ্বমঞ্চে জাদু প্রদর্শনী করে দেশে ফিরলেন দেশের জনপ্রিয় জাদু তারকা আলী রাজ। গেল চার মাসের অধিক সময় স্পেন, রাশিয়া, জাপান, কোরিয়া, তাইওয়ান এবং চীনের বিভিন্ন শহরে ২০ টির অধিক অনুষ্ঠানে জাদু প্রদর্শনী করেন তিনি।
এসব অনুষ্ঠানে মুগ্ধ করেছেন হাজার হাজার বিদেশি দর্শকদের।
জাদু প্রদর্শনী নিয়ে ভিন্নধর্মী এই আয়োজনের আয়োজক ডিসকভারি ওয়ার্ল্ড বিনোদন সংস্থা। এতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০-এর অধিক শিল্পীদের সমন্বয়ে দ্য গ্রেটেস্ট শোম্যান-এর আদলে অনুষ্ঠিত হয় জমকালো সব আয়োজন। সেখানে বাংলাদেশ থেকে একমাত্র আমন্ত্রণ পেয়েছিলেন আলী রাজ।
এ প্রসঙ্গে আলী রাজ বলেন, সবাই দেশের টাকা বিদেশে ব্যয় করে কিন্তু আমি জাদুর মতো অবহেলিত এই শিল্পের মাধ্যমে প্রদর্শনী করে বিদেশের অর্থ বৈধভাবে রেমিট্যান্স হিসেবে দেশে নিয়ে এসেছি। সেক্ষেত্রে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে এক বিন্দু হলেও আমি অবদান রাখতে পেরেছি।
তিনি আরও বলেন, এই শিল্পেও সরকারি পৃষ্টপোষকতা পেলে অনেকেই ভালো করবেন। শিল্পদক্ষতা ও উপস্থাপনার কৌশল দিয়ে অবহেলিত এই শিল্পকে ভিন্ন আঙ্গিকে প্রদর্শন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা সম্ভব।
প্রসঙ্গত, গত ৩০ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে জাদুশিল্পী আলী রাজের সখ্যতা। দেশের জনপ্রিয় জাদু শিল্পীদের অন্যতম তিনি। এর আগেও দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নিজের জাদু শিল্পের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest