সংস্কৃতি ও শিক্ষার মেলবন্ধনে নবীনদের স্বাগত জানালো সোহরাওয়ার্দী কলেজ

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

সংস্কৃতি ও শিক্ষার মেলবন্ধনে নবীনদের স্বাগত জানালো সোহরাওয়ার্দী কলেজ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি : রাজধানী পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ অক্টোবর) কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে স্নাতক প্রথম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপক গৌতম রায়ের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মো. মোতালিব হোসেন।

 

সোহরাওয়ার্দী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, জ্ঞানের পুঞ্জাক্ষী বিস্তৃত করো। একটি মাছির অনেকগুলো চোখ, তোমাদের এই মস্তিষ্কের মধ্যে চোখ তৈরি করতে হবে।

 

তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান করে বলেন, আমাদের শিক্ষকেরা শুধুমাত্র সম্মান চান। তাই তাদের যেন যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা যায় সেদিকে সজাগ দৃষ্টি দিতে বলেন।

 

সোহরাওয়ার্দী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পড়াশোনার মাধ্যমে কলেজের গৌরব নিয়ে আসার আশা ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি, বিভিন্ন ডিপার্টমেন্ট শিক্ষার্থীসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন