প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
বিনোদন ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী ও মুম্বাইয়ের জনপ্রিয় রাজনীতিক বাবা সিদ্দিকি নিহতের খবরে মধ্যরাতে হাসপাতালে ছুটে গেছেন বেশ কিছু বলিউড তারকা। তাঁদের মধ্যে রয়েছেন সালমান খান, সঞ্জয় দত্ত, জাহির ইকবাল, শিল্পা শেঠিও। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশ ও হরিয়ানার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তৃতীয় অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বাবা সিদ্দিকিকে ১৫ দিন আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।
শনিবার (১২ অক্টোবর) রাতে গুলি করে তাঁকে হত্যা করে আততায়ীরা। রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে বাবা সিদ্দিকির ওপর গুলি চালানো হয়। এ সময় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাবা সিদ্দিকি বলিউড অভিনেতা সালমান খানের খুব ঘনিষ্ঠ। লীলাবতী হাসপাতালে গিয়ে তাঁর চোখ ছলছল করছিল।
এদিকে ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর সময় শিল্পা শেঠি দৃশ্যত চোখের জল ধরে রাখতে পারছিলেন না। গাড়ির মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। এ সময় স্বামী রাজ কুন্দ্রাকেও দেখা যায়।
গোটা ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে রীতেশ দেশমুখ বলেন, ‘এই জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
বান্দ্রা পশ্চিমের তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকি কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest