প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪
বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে তৃপ্তি ডিমরির ‘আইটেম’ গান ‘মেরে মেহবুব’। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই রোষের মুখে পড়েছেন অভিনেত্রী। এই গানে তার নাচের ভঙ্গি নাকি অশালীন, মনে করছেন নেটাগরিকেরা। তবে এই প্রথম নয়। ‘অ্যানিম্যাল’ সিনেমাতে রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করার পরেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমাতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তৃপ্তি। তার পরেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমাতে ঘনিষ্ঠ দৃশ্যে তাকে দেখে রুষ্ট হন অনুরাগীরা। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সমালোচনা নিয়ে মুখ খুললেন তৃপ্তি।
অভিনেত্রী বলেন, ‘আমি নিজের চেনা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করি না। ‘বুলবুল’ ও ‘কলা’ আমার চেনা গণ্ডির সিনেমা। এই সিনেমাতে অভিনয় করার সময় আমি স্বচ্ছন্দ ছিলাম। আমার এমনিতেই এই ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। কিন্তু ‘অ্যানিম্যাল’-এর চরিত্র আমার কাছে সহজ ছিল না। বেশ বেগ পেতে হয়েছিল।’
তৃপ্তি আরও বলেন, ‘আসলে অভিনেতা হিসেবে এমন চরিত্রেই কাজ করতে চাই যেটা আমার কাছে কঠিন মনে হবে। যেই চরিত্রে কাজ করতে গিয়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করা যায়।’ ‘অ্যানিম্যাল’-এ জোয়ার চরিত্রের আচরণে ছিল সারল্য ও নীরবতা। কিন্তু একই সঙ্গে তার ভেতরে ছিল সাহসের জ্বলন্ত আগুন এমনই মনে করেন তৃপ্তি।
চরিত্রটি নিয়ে অভিনেত্রী বলেছেন, ‘আমি নিজে যদি ‘জোয়া’র জায়গার থাকতাম, তা হলেও ঠিক এমনই আচরণ করতাম। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের পৃথক পৃথক রং রয়েছে। কখনও খুব ভালো, কখনও খুব খারাপ, কখনও খুবই কুৎসিত। সিনেমাতে অভিনয় করে আমরা প্রতিটি রং ফুটিয়ে তুলতে পারি।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest