লে: তানজিমের মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

লে: তানজিমের মৃত্যুতে শোক প্রকাশ

স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান : আমি ক্যাটেন পদবীতে বাংলাদেশ সেনাবাহিনীতে ডেপুটেশনে ছিলাম। সেনা বাহিনীর তরুন কর্মকর্তাদের ইউনিট জীবন অনেক গোছানো। সকালে পিটি, দৌড় শরীর চর্চা। সারাদিন বিভিন্ন টাস্কিং,ট্রেনিং, টিব্রেক ফাইল ওয়ার্ক, ইউনিট দেখাশোনা। বিকেলে খেলাধুলা। সন্ধ্যায় রুলকল, সৈনিক মেস পরিদর্শন, এভাবেই চলে। অফিসার্স মেসে থাকা, খাওয়া- দাওয়া, বিভিন্ন মেসনাইট ডাইনিং ইন, ডাইনিং আউট বা ফেয়ারওয়েল ডিনার, বারবিল- মেসবিল মিলে যা খরচ হয়, তা মাসের সম্মানীর প্রায় সমান সমান। তাই, অনেকেই নিজ বা পরিবারের প্রয়োজনে ব্যাংক থেকে ওডি( ওভার ড্রাফট ঋণ) নিয়ে থাকে। পরবর্তীতে জাতিসংঘ মিশন বা বৈদেশিক প্রশিক্ষণে প্রাপ্ত টাকা থেকে সে ঋণ পরিশোধ করা হয়। এতো সীমাবদ্ধতার মাঝেও সেনা জীবনে থাকে অফুরন্ত প্রাণশক্তি, নিজের Limit Cross করার তীব্র বাসনা, দেশের জন্য জীবন বাজি রাখা, জীবন নেয়া এবং প্রয়োজনে নিজ জীবন উৎসর্গ করার প্রত্যয়। সবার মধ্যে এই তীব্র সংকল্প থাকলেও, গুটি কয়েক সদস্য প্রিয় ইউনিফর্ম গায়ে জড়িয়ে শহীদ হওয়ার মর্যাদা পান, “Heroes live Forever”।

 

গত ২৪ সেপ্টেম্বর সোমবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার গ্রামে মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে—এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। তবে ওই ডাকাত তখন অতর্কিতে তানজিমের মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

অভিযানে সেনা বাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করার পাশাপাশি একটি বন্দুক, ছয় রাউন্ড গুলিও উদ্ধার করেছে।

 

মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে সেনা বাহিনী বুকের রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর।

 

লেখক পরিচিতি :: স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন